মেঘ বন্ধু
ক'ফোঁটা বৃষ্টির জলে মুখ ভেজাবো বোলে,
কিছু মেঘ কিনেছি যদিও সে সন্ন্যাসী,
শিখেছিলাম কিছু পাপ তাই হয়েছি দাহন,
শেষ সমুদ্রের কাছে ঋণী সে এতো জলে নয় সর্বহারা ।
যে যাপন করে দীর্ঘ পথের যাত্রা আজ আমি তারই পথিক
তাই মেঘের সাথে করি আমি সাদৃশ সেও এক চিরন্তন পথ ।
শিকড়
আমি যখন অনিয়ন্ত্রিত শঙ্কায় চুরি হতে চাই তখন বন্যে জীবিত কিছু গুল্ম জড়িয়ে ধরে আমায় । তারা চায় না আমি চুরি হই । তাদের স্বার্থ আমি তাদের পাহারাদার । দীর্ঘ পাহারাদারে আমার অর্জন তাদের বিশ্বাসভাজন । যখন তাদের সঙ্গে আমার দেখা তখন তারা ছিল একা । তারা বলেছিল, ছিল তারা আমার অপেক্ষায় ।আমিই তাদের মালিক, তারাই আমার সৃষ্টি । তাদের কাছে যারা আসে তারা অফেরতযোগ্য । হাজারো বক্রাকৃতির গুল্ম আপ্যায়নে ব্যস্ত । তারা কখনো ছেঁদ করে, তখন বলে আমরা তোমার ভুল, কখনো করে মনোরঞ্জন, তখন বলে আমরা তোমার ভুলের ইতিহাস । তারা স্বপ্নে অবিশ্বাসী , তারা নিগৃহীতে অপমানিত হয় ।তাই নতুনের আগমনের শঙ্কায় ভোগে তারা । আমায় বেঁধে রেখে করে তাদের তাড়িত । এমন একদিন হঠাৎ তারা আমায় ছেড়ে দিল । আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকি । তারা সব অদৃশ্য হয়ে গেল । তখন আমি ভাবতে থাকি আমার ইতিহাস, কিন্তু আমার হৃদয় ঘেঁটে পেলাম না কোন ইতিহাস ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




