স্বপ্ন হারিয়ে গেছে
ইস্ কতদিন বৃষ্টিতে ভিজিনা
পা রাখিনা শিশিরভেজা নরম ঘাসে।
কতদিন হয়ে গেলো
সুনসান দুপুরে আমের ডালে
ঘুঘু পাখির ডাক শুনিনা।
পুকুরের স্বচ্ছ জলে হাঁসদের জলকেলী দেখিনা
সেও অনেকদিন !
কুটুম পাখির ডাক শুনে
অতিথিদের জন্য রান্নার আয়োজনে ব্যস্ত হওয়ার
সেই দিনটাও হারিয়ে গেছে অনেকদিন।
পথের ধারের ঘাসফুল, মটরশুটি দানা
আখ ক্ষেত, ফড়িং এর উড়াউড়ি
প্রজাপতির রঙিন পাখায়
কিশোরী মনের স্বপ্নীল ভাবালুতা
কতদিন ছুঁয়ে দেখিনা এইসব।
নবান্নের উঠোনে নতুন ধানের মৌ মৌ গন্ধ
কিশোরী বধূর ব্যস্ত হাতে
রঙিন চুড়ির রিনিঝিনি শব্দ
স্বপ্নাতুর দু'চোখে তার
জীবনকে পাল্টে দেয়ার ছবি
এসবের মোহময় হাতছানি
হারিয়ে গেছে সেও তো অনেকদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





