![]()
ঢাকা শহররে বাইরে শহরতলী কিংবা গ্রামে গেলে রাস্তার দুইপাশে এই ফুলটি সহজে আমাদের দৃষ্টি কেড়ে নেয় তার বাহারী রং দ্বারা।
![]()
অযত্ন-অবহেলায় রাস্তার দুইপাশে এমনভাবে ফুলগুলো ফুটে থাকে যে আপনি ইচ্ছে করলইে ঐদিকে দৃষ্টি না দিয়ে চলে যেতে পারবেন না।
![]()
এই ফুলগুলো মূলত দক্ষিণ আমেরিকার বংশোদ্ভূত। আমরা আমাদের দেশে মাত্র কয়েক রঙের ফুল দেখতে পাই।
![]()
ফুলগুলো আসলে ১৫০ প্রজাতির আছে। ফুলগুলো সারা বছর ধরে ফুটে।
![]()
অনেক বেশী ফুল যখন একসাথে ফুটে তখন মনে হয় রাস্তাটাই রঙে রঙিন হয়ে আছ।
![]()
কিন্তু আফসোসের কথা এই যে আপনি হয়তো লোভাতুর হয়ে রিকশা কিংবা গাড়ি থেকে নেমে ফুলের গন্ধ শুকতে যাবেন।
![]()
আর তখনই চরমভাবে নিরাশ হতে হবে আপনাকে। কারণ থরে থরে ফুটে থাকা লানতানা ফুল রাস্তার দুইপাশে একটি রঙিন ভুবন সৃষ্টি করতে পারলেও ওদের কোন সুঘ্রাণ নেই।
![]()
তাতে কি হয়েছে ? আমাদের দেখার দৃষ্টিটা যে সার্থক হলো তাই বা কম কিসে ?
![]()
তাছাড়া মুগ্ধ মন যে আপনার পথ চলার ক্লান্তি দূর করে দিবে সেটাও কিন্তু কম নয়।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



