সিনেমা পরিচালক ভোপালের দীপকের সাথে ২২ সেপ্টম্বর বিয়ের কথা ঠিক হয়েছিল সুস্মিতার। ৬ সেপ্টম্বরই তাঁর দেশে ফেরারও কথা । আগের রাতে খুন হয়ে গেলেন তিনি।
ভারতীয় এ লেখিকার হত্যাকান্ড নিয়ে তালেবানদের ঘারে দোষ চাপলেও স্বামী জানবাজ পেশাদার খুনিদের দ্ধারা তাকে হত্যা করিয়েছে বলে জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। বিশেষ করে গত এক মাসে ফেসবুকে দেয়া লেখিকার নান স্ট্যাটাস ও তার বান্ধুবী শালিনীর সাথে ফেসবুকে হওয়া চ্যাটের তথ্য পর্যালোচনা করে বেরিয়ে এসেছে এমন তথ্য।
কেনো এই জনপ্রিয় সাহিত্যিক স্বামী জানবাজকে ছেড়ে নতুন করে দাম্পত্য জীবন শুরুর কথা ভাবছিলেন?
এটির উত্তরও মিলেছে বান্ধুবী শালিনীর সাথে হওয়া তার ফেসবুক চ্যাট থেকে। সুস্মিতা লিখেছেন, তাঁর দেবর ইশা খানের স্ত্রী সুলতানাকে বিয়ে করতে চেয়েছিল জানবাজ। গত বছরের অক্টবরে মারা যান তাঁর দেবর ইশা খান। নিউমার্কেটের পরিত্যক্ত সিনেমা হল অপেরা থেকে উদ্ধার হয়েছিল তার লাশ। সেটি হত্যাকান্ড, নাকি দূর্ঘটনা, তা নিয়ে স্পষ্ঠ করে কিছু লেখেনি ভারতের কোন পত্রিকা। তবে ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী সুলতানার সাথে জানবাজের ঘনিষ্ঠতার কথা ফেসবুক চ্যাটে বান্ধুবী শালিনীকে তিনি যে জানিয়ে ছিলেন, তা উল্লেখ করেছে কলকাতার আনন্দবাজার, প্রতিদিন, বর্তমানসহ সব কয়টি দৈনিক।
যেকারণেই সুস্মিতার হত্যা নিয়ে ওপার বাংলার সাহিত্য অঙ্গনে চলছে নানা রুপি আলোচনা। এ রহস্য উন্মোচনের তাগিদে সুস্মিতার মরদেহ কবর থেকে উত্তোলনের দাবি জানিয়েছেন তার শুভাকাঙ্খি, আত্নীয়-স্বজন ও বন্ধুরা।
পড়ে দেখতে পারেন আগের পোস্ট, "আমাদের বিরুদ্ধে ফিল্ম বানিয়েছো, কিতাব লিখছো ।" ঘটনার তিনদিনের মাথায় সুস্মিতার স্বামী জানবাজ ও তাঁর ওপর এক দেবর ফোনে ঘটনার বিবরণ দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায়। সেটির আলোকে তৈরি করা হয়েছিল নিচের প্রতিবেদনটি।
আমাদের বিরুদ্ধে ফিল্ম বানিয়েছো, কিতাব লিখছো
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




