দুইটা কথা লিখলাম আর সরিয়ে ফেললেন প্রথম পাতা থেকে। লেখাতে আপত্তিকর কি ছিলো যদি জানাতেন খুশি হতাম। ভাবতে কষ্ট হচ্ছে আমার প্রিয় ব্লগেও আমার মতামত প্রকাশের অধিকার নেই। স্বাধীনতা নেই।
ঈদের দিনে এইটাই আমার প্রথম কষ্ট।
আমার পোস্টটি নীচে দেয়া হলো:
বর্ষসেরা লেখক বাছাই চলছে। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। মনোনীত সবগুলো লেখাই মানসম্পন্ন। অধিকাংশ লেখকই আমার প্রিয় লেখকের তালিকায় আছেন। অনেক লেখা পড়লাম। দুরু দুরু বুকে খুঁজলাম কোথাও আমার নামটি আছে নাকি। দেখলাম নেই।
বুঝিলাম লেখালেখির চেষ্টা আরো কঠোরভাবে চালাইয়া যাইতে হইবে।
কারণ আমি এখনো লিখিতে শিখি নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




