somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃজনশীল পেশা ভিডিও এডিটিং

৩০ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা টেলিভিশনে যেসব সংবাদ, নাটকও সিনেমা দেখি, সেগুলো কিন্তু প্রচারের আগে এত পরিপাটি থাকে না। নাটক, সিনেমা, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান কিংবা কোনো অনুষ্ঠানের ধারণ করা ভিডিও অথবা মিউজিক ভিডিও, যা-ই দেখি না কেন, সবই ধারণ করা হয় অনেক বড় আকারে। কিন্তু দেখানো হয় শুধু প্রয়োজনীয় অংশটুকু। অপ্রয়োজনীয় অথবা তুলনামূলক কম ভালো অংশ ফেলে দিয়েই তৈরি হয় একটি ভালো ভিডিও ফুটেজ। ভিডিও ধারণের পর পরিপাটি করে সাজিয়ে একটি দৃশ্যের পর আরেকটি দৃশ্য সাজিয়ে তবেই দর্শকের দেখার উপযোগী করে তোলা হয়। যেটাকে বলা হয় ভিডিও এডিটিং।আর এ কাজটি করার জন্য দরকার একজন দক্ষ ভিডিও এডিটরের, যিনি তাঁর সৃজনশীলতা দিয়ে একটি ভিডিওকে করে তোলেন উপভোগ্য। পেশা হিসেবেও দেশে দিন দিন এর চাহিদা বাড়ছে।
মিডিয়া একাডেমি পাঠশালার প্রশিক্ষক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান ভিডিও সম্পাদক ইয়াকুব আলী মিঠু বলেন, ‘প্রতিটি টিভি চ্যানেলে ২০ থেকে ২৫ জন ভিডিও এডিটর দরকার। সেটা যদি শুধু সংবাদ চ্যানেল হয়, তবে তার সংখ্যা আরও বেশি হয়। এ ছাড়া প্রোডাকশন হাউসগুলোতেও ভালো মানের ভিডিও এডিটরের চাহিদা অনেক।’ সৃজনশীল মেধার লোকজন ভালো কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন এ পেশায় যোগ দিয়ে, অর্থাৎ দক্ষ ভিডিও এডিটর হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারেন।
ভিডিও এডিটরের কাজ: চিত্রগ্রাহকের ধারণ করা ভিডিও ফুটেজের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অংশ কাটছাঁট, ভিডিও ফুটেজের ধারাবাহিকতা ঠিক রেখে নতুনভাবে ভিডিওটি উপস্থাপন করাই একজন ভিডিও এডিটরের প্রধান কাজ। একজন ভিডিও এডিটর ভিডিও এডিটিং সফটওয়্যারের সাহায্যে কারিগরি জ্ঞান ও সৃজনশীলতার মিশেলে একটি ভালো ভিডিও উপহার দেন।
এ পেশায় যাঁরা আসতে পারেন: কারিগরি দিক থেকে ভালো ও সৃজনশীল মেধার অধিকারী যে কেউ এ পেশায় আসতে পারেন বলে মনে করেন ইজিওয়ে কমিউনিকেশনের প্রধান নির্বাহী ইনামুল করিম। কম্পিউটারে কাজের ভালো ধারণা আছে এমন ব্যক্তিদের জন্য কাজটি অনেক সহজ হয়ে যায়। তবে সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি ‘পাঠশালা’র ফ্যাকাল্টি মডারেটর মোহাম্মদ মঈন উদ্দিন মনে করেন, যে কেউ এ পেশায় আসতে পারেন। তবে এ মাধ্যমে তাঁদের প্রচুর আগ্রহ থাকতে হবে।
কাজের চাহিদা ও ক্ষেত্র: মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘প্রশিক্ষণ শেষে একজন সহজেই এ পেশায় যুক্ত হতে পারেন। কারণ, আমাদের দেশে দক্ষ ভিডিও এডিটরের চাহিদা প্রচুর। ভালো ভিডিও এডিটরের প্রায় শতভাগই চাকরি পেয়ে থাকেন।’
প্রশিক্ষণ শেষে টিভি চ্যানেলে যেমন কাজ করার সুযোগ আছে, তেমনি ঘরে বসেও এ কাজ করা যায়। আবার অনেকেই যুক্ত হতে পারেন প্রোডাকশন হাউসগুলোতেও। এ ছাড়া রয়েছে অনেক এডিটিং ফার্ম, যেখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দেশের বাইরেও কাজ করার অনেক সুযোগ আছে।
এ পেশায় ভালো করতে হলে: একজন ভিডিও এডিটরের অবশ্যই দেশ-বিদেশের সমসাময়িক অনুষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ও সম্যক জ্ঞান থাকতে হবে। একটি ভিডিও ফুটেজে কী ধরনের বৈচিত্র্য আনলে ছবির মান আরও ভালো হবে, সে বিষয়েও ভাবতে হবে।
যোগ্যতা: প্রশিক্ষণার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তবে এ পেশায় ভালো করতে হলে আরও বেশি পড়াশোনা থাকলে বা স্নাতক পাস হলে ভালো হয় বলে জানান ইয়াকুব আলী মিঠু। তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সম্পর্কে ভালো ধারণা থাকাও এ পেশার জন্য জরুরি।’
আয়: সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, সাধারণত কাজের শুরুতে একজন ভিডিও এডিটরের মাসিক বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা হয়ে থাকে। কাজে দক্ষতা দেখাতে পারলে তা দ্রুত বেড়ে যায়। এভাবেই একজন দক্ষ ভিডিও এডিটর এক লাখ টাকা কিংবা তারচেয়েও বড় অঙ্কের বেতন পেতে পারেন।
কোথায় শিখবেন: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ দেশের অনেক প্রতিষ্ঠানেই এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মেয়াদ এক মাস কিংবা তারও বেশি হতে পারে। প্রশিক্ষণ ফি ছয় হাজার থেকে ১০ হাজার টাকা কিংবা তারও বেশি হতে পারে।
যোগাযোগ
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট: ১২৫/এ দারুস সালাম এ ডব্লিউ চৌধুরী রোড, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন: ৮০৩৫৯৫৮, পিএবিএক্স: ৯০০৭৪১০-৪, ফ্যাক্স: ৯০০৫৫৮০।
পাঠশালা: সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা-১২০৭, ফোন: ৮৮-২-৯১২৯৮৪৭, ৯১৩৬৮৯৫, http://www.pathshala.net, http://www.drik.net।
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম): ২৫৭/৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা-১২০৫। ফোন: ৮৬১৭৯১২, ০১৭১৫-৮২২৭৭৮।
সেন্টার ফর অ্যাডভান্স মিডিয়া: নূরজাহান টাওয়ার, চতুর্থ তলা, ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকা।
ইজিওয়ে কমিউনিকেশন: ১৮০-১৮১ সৈয়দ নজরুল ইসলাম সরণি (ষষ্ঠ তলা), বিজয় নগর, ঢাকা-১০০০, ফোন: ০১৯১১০১৪১৮০, ০১৬৭৮০২৯৭২৪।
ইমেজ মিডিয়া ট্রেনিং সেন্টার: ৫২ নিউ ইস্কাটন, টিএমসি বিল্ডিং (পঞ্চম তলা), মোবাইল: ০১৭১৩৩৩৯৬৯৬।

Click This Link
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৩৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১

ছবিঃ আমার তোলা।

আজকে সাত রোজা।
সময় আসলে অনেক দ্রুত যায়। গতকাল সুরভি আর ফারাজাকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে। কারন আমি জানি, ১৫ রোজার পর... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসীকে লজিকের কথা বলার দরকার কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৭




হনুমান দেবতা এবং বোরাকে কি লজিক আছে? ধর্ম প্রচারক বলেছেন, বিশ্বাসী বিশ্বাস করেছেন ঘটনা এ পর্যন্ত। তাহলে সবাই অবিশ্বাসী হচ্ছে না কেন? কারণ অবিশ্বাসী বিশ্বাস করার মত কিছু... ...বাকিটুকু পড়ুন

ভাবছিলাম ২ লক্ষ ব্লগ হিট উপলক্ষে ব্লগে একটু ফান করব আড্ডা দিব, কিন্তু এক কুৎসিত অপব্লগার সেটা হতে দিলোনা।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৫



এটি ব্লগে আমার ২৬০ তম পোস্ট। এবং আজকে আমার ব্লগের মোট হিট ২০০০০০ পূর্ণ হয়েছে। আমি আনন্দিত।এই ছোট ছোট বিষয় গুলো সেলিব্রেট করা হয়তো ছেলে মানুষী। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শয়তান বন্দি থাকলে শয়তানি করে কে?

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:২০



রমজানে নাকি শয়তানকে বেধে রাখা হয়,তাহলে শয়তানি করে কে?

বহুদিন পর পর ব্লগে আসি এটা এখন অভ্যাসে পরিনত হয়েছে। বেশ কিছু বয়স্ক, মুরুব্বি, সম বয়সি,অল্প বয়সি একটিভ কিছু ব্লগার... ...বাকিটুকু পড়ুন

বয়কট বাঙালি

লিখেছেন অপু তানভীর, ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৪



কদিন পরপরই আমাদের দেশে বয়কটের ঢল নামে । অবশ্য তাতে খুব একটা কাজ হয় না । বাঙালির জোশ বেশি দিন থাকে না । কোন কিছু নিয়েই বাঙালি কখনই একমত... ...বাকিটুকু পড়ুন

×