বাংলার বুকে আমার যেন দাফনও না হয়
গতকাল ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শেখ সিদ্দিকুর রহমান নামে একজন স্বাধীনতা সৈনিক আত্মহুতির চেষ্টা চালান। এসময় এই স্বাধীনতার সৈনিকের মাথায় ছিল লাল পতাকা খচিত ব্যানার। আর দেহে জড়ানো ব্যানারে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আত্মাহুতির ঘোষণা ।মূলতঃ বিগত সাতটি বছর দ্বারে দ্বারে ঘুরেও অনিয়ম আর দুর্নিতির কারন তাঁর প্রাপ্য মুক্তিযোদ্ধা ভাতা না পাওয়ার কারনেই এই আত্মহুতির চেষ্টা বলে তিনি জানিয়েছেন।
শেখ সিদ্দিকুর রহমান এ সময় বলেন, "রাজাকাররা যেখানে পতাকা উড়িয়ে ঘুরে বেড়ায়, সেখানে আমার মতো মুক্তিযোদ্ধা না খেয়ে রাস্তা-ঘাটে পড়ে থাকে। আমার আর বাঁচার দরকার কি? বাংলার বুকে আমার যেন দাফনও না হয়; আমার লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েন।"
বাগেরহাট জেলার মোল্লার হাট থানার এক গ্রামে সাত সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।জীবিকার তাগিদে রিকশা চালান সিদ্দিকুর রহমান, কখনো কুলির কাজ করেন। কিছুদিন পূর্বে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতে গিয়ে গলায় রড বিদ্ধ হয় তার। চিকিৎসার অভাবে অসহ্য রোগ যন্ত্রণায় ভুগছেন তিনি।
নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে শেখ সিদ্দিকুর রহমান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা সনদ নং-১২১৫।
বিজয়ের মাসে লজ্জায় নত হয়ে আসে মস্তক।মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা বলি।জাতির শ্রেষ্ঠ সন্তানদের জীবন এরকম লান্ছিত হবে কেন?বলতে পারেন কেউ?
সূত্রঃ বিডি নিউজ ২৪.কম।
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




