"বৃদ্ধ মেঘের জীবনচরিত"

লিখেছেন তই, ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৪

**আমি ঘুমিয়ে ছিলাম আর চাঁদটা ছিল পায়ের কাছে সিন্দুকে বন্দি ।

জোছনা বিলোনোর সময় হলে জেগে উঠে দেখি চাবিটাই নেই। আপাত বিষাদটুকু চিবিয়ে গিলে নিতেই প্রবল পিপাসায় আক্রান্ত হতে হলো।

আড়মোড়া ভেঙে এদিক-ওদিক চেয়ে দেখি একটা কাগজের হাতুড়ি শুধু পড়ে আছে। এদিকে শুকতারা সেই কখন থেকে ঘ্যানঘ্যান করছে সিন্দুক ভাঙবে বলে। অগত্যা... বাকিটুকু পড়ুন

৪১ টি মন্তব্য      ৪৩৮ বার পঠিত     ১৭ like!