উনার স্মরণে এই অধম মাত্র একটা পোষ্ট দিছিল মাত্র কিছু দিন আগে। আজ এই আসরে সেইটা শেয়ার না কৈরা থাকতে পার্তেছি না।
আধুনিক ইতিহাসের পাঠশালায় বাঙ্গাল, 'আ' তে আওয়ামী, 'ব' তে বাকশাল
আধুনিক ইতিহাসের পাঠশালায় বাঙ্গাল-দ্বিতীয় খন্ড।
উনার দীর্ঘ ব্লগ জীবণ স্মরণে তার একটা জ্ঞানগর্ভ কমেন্ট শেয়ার কর্লাম।
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?
হে মহান, আপনি যেখানেই থাকেন ভাল থাকেন। আর গালাগালি কম করেন। যাতে আপনার মহান ব্লগসমূহ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পড়তে দিতে পারি। আমিন!
লেটেস্ট খবরঃ আমাগোবোলগের নোটিশবোর্ডে এই গুনীর হাতের ছাপ পাওয়া গেছে। তিনি লিখেছেন "আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো প্রচারণা আমাগোবোলগে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, যুদ্ধাপরাধীদের বিচারের বিপরীত যে কোনো প্রচারণা আমাগোবোলগে কঠোরভাবে দমন করা হবে।"
ইশ! এই অনুষ্ঠানটা মিস হয়া গেল।কেক-কুক কি ছিল মেন্যুতে জানা যায় নাই।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




