এরশাদ বাদশার এই পোস্টটা পইড়া আবার সেই ঐতিহাসিক পোস্টটায় গেলাম।
ক্লিক মারেন
ইহা সেই পোস্ট যা মউ এর পোস্টের রেকর্ড ভাঙছে।
ম্যালা রাইত হইছে, টাইম না থাকলে, ঘুম আসলে , লিঙ্ক দুইটা একটু দেইখাই ঘুমাইতে যান। আমার পোস্ট না পড়লেও চলবে, এইখানে নতুন কিছু নাই
আর যদি সময় থাকে, সেই পোস্টে গিয়া ৫৫৯ টা মন্তব্য (যার বেশির ভাগই লুলামি) পইড়া দেখতে পারেন। না পড়লে সামুর বিনোদনের এক ব্যাপক ইতিহাস মিস্কর্বেন। তয় আপনার কষ্ট কমানোর জন্য ইহা সেই ঐতিহাসিক পোস্টের কিছু অসাধারণ লুল্মন্তব্যের সংকলন।
মেজাজ খারাপ হইতে পারে পইড়া। সরি।
আমি এখন, "হায়রে কপাল ক্যান মাইয়া হইলাম না" টাইপের কিছু কমু না। কোন এক বিস্ময়কর কারণে একাধিক মাইনাস দেয়া যাচ্ছে, আমি নিজেই একটু আগে সেঞ্চুরি হাঁকায়া আসলাম।
আরেকটা কথা, পোস্টে কোথাও "ভ্যা ভ্যা ভ্যা" কিংবা " ......(বাকিটুকু অখাদ্য)...... " লেখা দেখিলে উহা একলিম নামক জনৈক ব্লগারের লুল্কোবিতা বলিয়া ভাবিয়া লইবেন। উহা এতই অখাদ্য যে .... আর আন্ডারলাইন করা গুলা আমার কথা। বুইঝা নিয়েন।
তয় শুরু করি। অফিয়াক্তার্রেয়ারো হিট উপহার দিয়াসি।
ইহা উনার পোস্টের কনটেন্ট। ছবিটা সেইরকম। লুল পড়ে।
সবাই কে শুভেচ্ছা ।
২১ শে জুন, ২০০৯ রাত ১১:১০
আমি ব্লগে নতুন । কিছু লিখতে পারবো কিনা জানিনা । লেখার মতো মাথা নেই । তবে পড়বো । আর লেখার চেষ্টা করবো । সবাইকে আবার শুভেচ্ছা । সবাই ভাল থাকবেন ।
এর পরে শুরু হয় লুলদের মধ্যে কাড়াকাড়ি:
জহির মুন্না০০০৯ বলেছেন: সুন্দরের পূজারী সবাই। আমিও তাদের একজন এবং অন্যতম ঃ ))
তাই বেদীতে পূজার ফুল রাখতেই হল।... এগিয়ে যান , দেখা হবে আবার......
একলিম বলেছেন: আজ আমি খুবই খুশী এবং আনন্দিত এই জন্য যে । অনেক দিন পর আমি আমার হারানো এক মা কে খুজে পেয়েছি তাই সবাইকে ধন্যবাদ ।
শ্রাবনের ফুল বলেছেন: @ একলিম সমস্যা কি বাভুল? খালি কাইব্য চর্ছা খরতেছো , মাইয়াডারে জ্বালাইয়ো না, যাও আপন মনে একটু ঘুরিয়া আসো...
শ্রাবনের ফুল বলেছেন: অপি আপুনি শুন, ৪০০ কমেন্ট না হওয়া পর্যন্ত কুন নতুন পুষ্ট পুষ্টাবা না, আইসো আমি আর তুমি মিল্লা ৪০০ কমেন্ট পুরা করি
আহেমদ কায়সার নাসির বলেছেন: এত এত মন্তব্য... এর মাঝে আমি আবার কী লিখব।
আপনি রং ফর্সা করা ক্রীম ছাড়াই এত সুন্দরী....
শাহেদ রুবেল বলেছেন: তুমি এতো সুন্দর দেখে দেখে মনটা যে ভরেনা, এতো রুপ পেয়েছো কোথায় একবার বলনা আমায়।
একলিম বলেছেন: তুমি সুন্দর ওগো বধু সুন্দর তোমার মন,
তুমি যে সুন্দর বলিবে তোমায় দেখিবে যাইজন ।
ভ্যা ভ্যা ভ্যা
ভ্যা ভ্যা ভ্যা
শ্রাবনের ফুল বলেছেন: @ একলিম...
..........ভূমা...ইয়া টিসিয়া...ঢিসিম..ডুসুম...টং..
একলিম বলেছেন: ঐ সুর্য ছুয়ে বলি তুমি শুধু আমার
তুমি চেনা কলি আমি একলাই তোমার
কোথায় লুকোবে তুমি,আমায় না ভালোবেসে..........ভ্যা ভ্যা ভ্যা
একলিম বলেছেন: কে তুমি বিজয়িনী বেশে নয়নভুলানো রুপে
পুস্পরানী সেজে এলেগো নিয়ে
রকমারী পুস্পের ডালা । ......(বাকিটুকু অখাদ্য)......
একলিম বলেছেন: মন তোরে উড়াই দিলাম উওর আকাশে
রাখিয়া মোর মনের মানুষ দক্ষিনা বাতসে।
......(বাকিটুকু অখাদ্য)......
একলিম বলেছেন: অপি ভালো আছি ভালো থকো আকাশের ঠিকনায় চঠি লিখ।
আমি আপনার শুভাঙখাখি। ......(বাকিটুকু অখাদ্য)......
কয় কি রে, চটি লেখতে কয়? শুভাঙখাখি
শ্রাবনের ফুল বলেছেন: আপুনি তুমারে একোনো পরথম পাতায় পাশ দেয় নাইক্কা??? আন্দুলনে নামুম নাকি????
শ্রাবনের ফুল বলেছেন: @অপি আপুনি তুমি আমার কথা একটু মনেও রাখলা না??? যাও তুমার ব্লগে আর আসুম না...আমারে একটা অপিনন্দন দিতে পারতা, তাও দিলানা!!! /
শ্রাবনের ফুল বলেছেন: এইখানে যত্তসব লুল আছে সবটি ফুটতে খইতাচি নইলে খিন্তু খপর কইরা ফেলা হপে
অমাবশ্যার চাঁদ বলেছেন: ভার্চুয়াল জগতে তুমি/আপনি কোন সমস্যা না। @শ্রাবনের ফুল জেডা আপনার খানায় আমি কখনও ভাগ বসাব না।
শ্রাবনের ফুল বলেছেন: বরাবর,
অপি আপুনি
অপি আক্তার ব্লগ, সামু।
বিষ্য়ঃ পিকচার চেন্জানির আবেদন।
ম্যাডাম,
সবাই আপনের নতুন পুফাইল পিক দেখিলেও আমি অধম মিচ করিয়াছি /
বিনীত নিবেদন এই যে, আপনার পুফাইল পিকটা আবার চেন্জিয়ে আমাকে আফসুসিত পরিত্রানে মুগ্ধ করবেন।
নিবেদক,
শ্রাবনের ফুল
**************
ভাবছেন, কাড়াকাড়ি এখানেই সমাপ্ত? জ্বি না। এবার আরেকজন। নয়া লুলের আগমন , শুভেচ্ছা স্বাগতম
**************
লেখক বলেছেন: কে বলছে আমি সুন্দর ?
আমার ছোট ভাই সারাদিন আমাকে বলে তুমি পচা
তাহসিন আলম বলেছেন: শুধু আচ্ছা বলেই শেষ।সারাদিন নেটে কি কর। দরকারী কিছু কাজ কর তার চেয়ে।
তাহসিন আলম বলেছেন: অপি, আমাকে এড্রেস করতে "আপনি/ তুমি" দুটাই ব্যবহার করা হচ্ছে। একটা করা দরকার।
অফটপিক : তোমার ভাবী আমাকে আপনি এড্রেস করে। গ্রামের মেয়ে হোক অথবা অর্ধশহুরে বাঙ্গালী মেয়ে কিনা। স্বামীভক্তি বলে কথা।
নাউ এজ ইউ উইশ।
তাহসিন আলম বলেছেন: এটা কোন আড্ডার সেন্টেস হল। যার সাথে পরিচয় নাই তাকে এই ভাবে প্রথমে বলতে হয়। এখানে শুরু করতে পারতা এই ভাবে: ভাবী আপনাকে কেমন আদর করে?
লেখক বলেছেন: ভাবী কি আপনাকেকেমন আদর করে?.........একদিন রাগ করে বাসায় লাঞ্চ না করে চলে গেলেন, কোন ঝগড়া ঝাটি হয়েছে নাকি?
আপনাদের কোনো বেবি আছে ?
তাহসিন আলম বলেছেন: নেই..।
ওর নাকি একা একা লাগে। তার আগ্রহ ছিল কিছুটা। এই বয়সে তার কথাটা পাত্তাই দিলাম না। মানে অফ। এখন দেখি সেটা বিপরীত হয়ে গেছে।
লেখক বলেছেন: ছেলে মেয়ে যাই হোক দুটি সন্তানই যথেস্ট
একটি থাকলে আরও ভালো!!!
না থাকলে সবচেয়ে উত্তম
তাহসিন আলম বলেছেন: @ নাজমুল আহমেদ
যার নববিবাহিতা স্ত্রী আছে (যে বাংলাদেশের প্রথম ক্যাটাগরির সুন্দরীদের অন্তর্ভূক্ত হতে পারে। সম্ভব অপির চাইতেও )তাকে লূল হওয়ার প্রয়োজন নেই।
তাহসিন আলম বলেছেন: ৩৪৪ তম মন্তব্যকারী মত অন্য সকল মন্তব্যকারীর মন্তব্য তুমি জবাব দিতে পার। মুছে দিতে পার। অথবা ব্লক করতে পার।
লেখক বলেছেন: আচ্ছা ভাইয়া ছবি দিয়ে আমি কি খুব ভুল করেছি ?
আপনার কথা শুনে টেনশনে পড়ে গেলাম।
আর ছবি দিয়ে বড়জুড় ওরা কিইবা করতে পারবে ।
তবে আম্মুকে আগেই বলে তারপর দিয়েছি।
যেন কোনো ঝামেলার পড়তে না হয়।
৩৪৭ নং কমেন্টে কয় ৫০০ শ্যাষ কইরা যাইবো... বুঝা গেল, মামু শক্ত কইরা ধরছে....
৩৪৭. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
comment by: তাহসিন আলম বলেছেন:
৫০০ কমেন্ট হলে আমার আড্ডা এখন শেষ। যদি সময় হয় আগামী কাল দুপুরে।
তাহসিন আলম বলেছেন: @ অপি
কমেন্ট ১১২ **** কমেন্ট , আবারো ভাই বোনের সম্পর্কের অবমাননা।তবে আমার সবচেয়ে খারাপ লাগে যখন ভাইবোনের সম্পর্কের অবমাননা করা হয়। আমি আর প্রতিবাদ করছি না।
তার চেয়ে তোমার ভাবীকে সময় দিই। প্রজেক্টেও কাজ পড়ে আছে।
বাহ, এতক্ষণ ভাবীকে কেমনে আদর করে সেইগুলা জিগায়া মাইনসের কানগরম কইরা দিয়া এখন ভাই-বোইন সাজছে.... এই কারণে এই লুলটার উপ্রেই আমার সবচেয়ে বেশি মেজাজ খারাপ হইছে।
ইতোমধ্যে ফেসবুকে উনার এই ছবিযুক্ত একাধিক প্রোফাইল আবিস্কৃত হয় (কৃতজ্ঞতা: মানুষ)
তখন বেচারা শুভাংখাখি (হা হা পে দি) দের মধ্যে কিঞ্চিত অস্থিরতা পরিলক্ষিত হয়।
শ্রাবনের ফুল বলেছেন: আইচ্ছা আপুনি তোমার নাম কি তৃষ্ণা নাকি সুমি?? নাকি দুইটাই....??
Rumana Trishna (Bangladesh) - Click This Link [ফেসবুকের লিঙ্ক ছিল]
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:০১
লেখক বলেছেন: হা হা হা হা .............।
দুইটাই ।
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:১৬
লেখক বলেছেন: বাসায় অবশ্যই উম্মে বিনতে অপি ।
ডাক নাম সুমি ।
তাহসিন আলম বলেছেন: আমার মনে হয় ফেইসবুকের একটা সাইটে তোমার ছবি আছে। অপি নামে না অন্য নামে। এব্যাপারে তুমি কিছু জান?
আচ্ছা আমি লিংক খুজছি.. পেলে তোমাকে জানাচ্ছি।
তাহসিন আলম বলেছেন: হাঁ পেলাম
Click This Link [ফেসবুকের লিঙ্ক ছিল]
এটাই। এখানে তোমার ছবিটাই আছে -রোমানা তৃষ্ণা - নামে। রোমানা কি তুমি ? বা তোমার অন্য নাম। নাকি এটা কারো কারসাজি।- তাহলেতো বেশ মজার যে তোমার ছবি নিয়ে এখনই টানা হেঁচড়া শুরু হয়ে গেছে।
লেখক বলেছেন: এ্যাকাউন্টা আমার না ।
এ বিষয়ে উনার ব্যাখ্যা চাইলে একবার বলেন উহা উনার প্রোফাইল, আবার বলেন উহা উনার নহে। দুইবারে দুইরকম কথা কেন, তার উত্তরে লেখিকার অসংলগ্ন বক্তব্য:
লেখক বলেছেন: আমার ছবি যেহেতু ফেইসবুকে আছে তাহলেই দু্ইটাই। বাট ছবির যে সত্ত্বা সে অপি আক্তার। উপরের কমেন্টসে এরকম বলেছি সম্ববত তোমার কমেন্টসেই কারন ছবি আমার এ্যাকাউন্ট আমার না এটা তুমি বিস্বাস করতা না যা আমার অনেক কাজিন বন্ধুরাও করে না। এই জন্যই এই নিয়ে আর কোনো তর্কে যাই না।
আবার কমেন্ট না করে কে মাইনাস দিয়ে গেছেন, সেটাও উনি বের করতে পারেন, অথচ ব্লগে আমি তো ফিডার খাই টাইপের ভাব ধরে থাকেন। বুঝাই যায় পুপা।
আবার বিনোদন:
এদিকে একলিম এখনো হাল ছাড়ে নি, বরাবরের মতই ইংরেজীতে কমেন্ট কইরা ইসমাট হওনের চেষ্টা:
একলিম বলেছেন: আপি তোমাকে ভুলতে গিয়ে বার বার মনে পড়ে য়ায
কেমন আছেন আপনি ।
একলিম বলেছেন: অপি তোমার hows going to ur life ?
do u remamber to me?
i will give u in my full heart and life only for u?
লেখক বলেছেন: কবিতা ভাল হৈসে ...............।
একলিম বলেছেন: opi i told u something..
im not writeen a poem.i know u.i have ur picture . i ll show u after
একলিম বলেছেন: সই গো কেমন আছেন?
একলিম বেচারা এত লুলায়াও পাত্তা পাইলো, বরং খাইলো ব্যান। অন্য নিকে তার আহাজারি:
ফারদিনখান বলেছেন: অপি আমি একলিম আমার aklimhossain বন্দ করিয়া দিছে
আমি dubai থাকি আর তুমি কেমন আছ অপি ?
পুরান লুল ভাত পায়না, নয়া লুলের আমদানি, তাও আবার ইনডিয়ান লুল:
কপোত বলেছেন: লিংকে ক্লিক করুন-পরে একটা অপশন পাবেন free user এ ক্লিক করে ডাউনলোড করুন, আর না পারলে আমাকে স্বপ্নে কল্পনা করবেন,আমি গানটা গেয়ে শুনিয়ে দেব....।
ইনি একটু ভিন্ন উপায়ে ট্রাই মারলেন:
েরজুয়ান বলেছেন: আপনি চবি দিয়ে প্রিয় ব্লগারদের প্রতারনা করছেননা তো... I want your e-mail address kindly post you.....
আবিদ২০০৯ বলেছেন: Api, How r u? I am Abid, live in New Eskaton and u? where u live? And api, tomar real nam ki opi?
**********
ফেসবুকেও লুলামী সেই প্রোফাইলে
*********
সবশেষে বিনোদনমূলক কমেন্ট:
শ্রাবনের ফুল বলেছেন: @আকাশ_পাগলা আমারে বাদ দিয়া কও, আমি কিন্তু কুন মাইয়ার পুষ্টে এই পরথম আসলাম, কয়ডা লুল আসে তাই দেখার জইন্য...
চিকনমিয়া বলেছেন: আমার পার্ফর্মেন্স খারাপ হইয়া গেচে
৭১ নং মাইনাচডা দিচি
এরশাদ বাদশা বলেছেন: এই পুস্ট সামুর ইতিহাসের পাতায় পিতলের অক্ষরে বাঁধাই কইরা রাহন উচিত। পুস্টদাতাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, আসলে পোস্টদাতার প্রোফাইল ফটুকটাকে। শ্রাবনকেও অ্যাওয়ার্ড দেওয়াটা জরুরী ঠেলার জন্য। সেই সাথে অগুনিত লুল মহোদয় যাদের অক্লান্ত পরিশ্রমে এই হাঁচি কাশির পোস্ট মাইলফলক সৃষ্টি করতে সমর্থ হয়েছে।
আমড়া কাঠের ঢেকি বলেছেন: বাহ, কাহিনী তো ভালোই এগুচ্ছে দেখি
*************
কষ্ট কইরা এতদূর স্ক্রল করার জন্য ধন্যবাদ। যাই ঘুমাইতে যাই। :yawn:
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





