দ্বিতীয়টা নিয়ে এই পোস্টের অবতারনা। প্রচুর ভালো লেখা সামুর প্রথম পাতা থেকে হাওয়া হয়ে যায় কমেন্ট বা রেটিং ব্যতিরেকেই। কিন্তু মেয়ে নিকে (হোক সে নতুন ব্লগার) সেটা ফেক হোক বা অরিজিনাল কেউ হাঁচি কাশি দিলেও সেখানে এক অদৃশ্য জাদুবলে বিজয় মেলার ভীড় লেগে যায়। এ পর্যন্ত ম্যালা পোস্ট দেখেছি- ঘুম পাচ্ছে, ভাত খাই নাই জাতীয়, যেগুলোতে হায় হায় কইরা ঝাঁপিয়ে পড়ে লুলের গোষ্ঠী। কিন্তু মানসম্পন্ন অনেক লেখাই অগোচরে রয়ে যায়, অপঠিত রয়ে যায় পুরুষ নিকের হলে।
বলা হয় লুলিকুল শিরোমনি নাকি কালপুরুষদা। তাকে নিয়ে এ ব্লগে ম্যালা মাতামাতি হয়েছে। আমার এ পোস্টে তাকে অভিযুক্ত করেছি, তিনি মেয়েদের ব্লগে গিয়ে ডিউটি দেন বলে। কিন্তু আজ এ পোস্টটা চোখে পড়ার পর আমি আমার অভিযোগ তুলে নিলাম। কালপুরুষদা ডিউটি দেন ঠিকই, কিন্ত লুলে ফ্লোর ভাসায়া ফেলেন না। আমার খুব প্রিয় পুরোনো একজন ব্লগার, যিনি কিনা লুল সাহিত্য নিয়ে ব্যপক রম্য রচনাও করেছেন, তাকেও দেখলাম সমানে ডিউটি দিচ্ছেন।
গিনেজ বুক অভ রেকর্ডস এ স্থান করে নেয়ার অপেক্ষায় যে পোস্ট
কালপুরুষদার কাছে ক্ষমা চাইছি। আপনি এই ওস্তাদ লুলদের তুলনায় নবজাতক ছাড়া আর কিছুই নয়।
কারো বিরুদ্ধে অভিযোগ নয়। গিনেজ বুকে স্থান করে নেয়ার অপেক্ষায়
প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম পোস্টটা ড্রাফট করে ফেলবো। কিন্তু পরে মত পাল্টালাম। আমার পোস্ট ভিজিটররা দেখুক, লুলামী শিখুক
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



