
অনেক দিন আগের কথা , নবিজি মারা যাবার কিছু বছর পরের কথা ।
সাবা নগরের একটা খারাপ মেয়ে (পতিতা) ছিলো । অনেক মানুষের সাথে খারাপ কাজ কর্ম করতো।
অনেক লোকের সাথে টাকার বিনিময়ে ওঠা বসা করতো ।
একদিন সারা রাত অপরিচিত এক যুবকের সাথে রাত যাপনের পর , সকালে বাইরের চেচা মেচিতে পতিতাটির ঘুম ভেংগে যায় । মেয়েটা বাইরে এসে দেখে এক বুড়ো মহিলা একটা ভাংগা বদনা সামনে নিয়ে জোরে জোরে কাদছে । আর বলছে হায় হায় আমার সর্বনাশ হয়ে গেলো আমার সর্বনাশ হয়ে গেলো । খারাপ মেয়েটি তাকে কৌতুহল বসত জিজ্ঞাসা করলো আর বললো সামান্য একটা বদনাই তো ভেংগেছে এর জন্য কান্না কাটির কি প্রয়জন ঃ??
বুড়ো মহিলা উত্তর দিলেন ঃ এই একটা বদনা আমার যৌবনের শুরু থেকে ব্যবহার করে আসছি । আমার যৌনাঙ্ঘ শুধু এই বদনাটাই পরখ করেছে । এখন যদি ২য় একটা বদনা ব্যবহার করি তো ২য় বদনাটাও আমার যৌনাংগ পরখ করবে । আখিরাতে যখন আমার আল্লাহ প্রশ্ন করবে যে হে মানব সন্তান কিভাবে তুমি তোমার পর্দার হেফাজত করেছো ?
তখন আমি কি উত্তর দিবো আমার আল্লাহকে ??????
খারাপ মহিলাটি কোন কথা না বলে ওখান থেকে চলে গেলেন ।
পরে ভাবতে থাকলো ; আমি তো এতো লোকের সাথে ওঠা বসা করেছি তাহলে আমি কি উত্তর দিব আল্লাহকে ?
এই ভেবে সব খারাপ কাজ ছেড়ে দিলো ।
গল্পের শিক্ষা একটাই পর্দাকে আমরা ভালো ভাবে হেপাজত করি । অন্যথায় শাস্থি খুব ভংকর ।
র্বতমানঃ পতিতাবৃতি ওলিতে গলিতে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেনো এই প্রশ্নের উত্তরটা জানা নেই। কেউ শখের বসে কেউ পেটের দায়ে। ইদানিং দেখছি ফিটনেস ঠিক রাখার জন্যও
একটা মেয়ে প্রতিতা হওয়ার পিছনে কম বেশি অনেক কারণ থাকে । আবার কেউ কেউ শখের বসে হয় । তবে বেশির ভাগ মেয়ের পতিতা হওয়ার পিছনে কারণ থাকে ।
কেও নিজে ইচ্ছাই প্রতিতা হয়না । হয়তো বা সময়ের সাথে পরিস্থিতির শিকার। কোন মেয়ে নিজের সখে নিজের দেহ বিলিয়ে বেড়ায় না । আমি এটাই মনে করি ।
অনেকে প্রতিতাকে খারাপ চোখে দেখেন, কিন্তু কেনো একটা মেয়ে প্রতিতা বৃত্তিতে জিবণ চালায় সেটা ভেবে দেখেছেন ?
হয়তবা কোন একটা মাধ্যম পেলে এরাও ভালো হতে পারে । এরা তো পেটের দায়ে পতিতা কিন্তু যখন কোন মন্ত্রি বা বড় পদের লোক লক্ষ্য লক্ষ্য টাকা মেরে খাই এরা কিসের দায়ে এগুলো করে ?
পতিতারা তো টাকার বিনিময় কাজ করে জিবন চালায় ।
কথায় আছে সামনে দিয়া গেলে সহ্য হয় না , পিছন দিয়া গেলে মানুশের ভালো সহে ।
পতিতাকে ঘৃনা না করি । যে কারণে প্রতিতা বৃতিতে নামতে হয় মেয়েদের সেটা নিয়ে ভাবি অন্তত কিছুটা কাজে আসবে এসব মানুষের জন্য । এদের জন্য আমরা কিছু করতে পারবো না কিন্তু মানুষ হিসাবে তো অন্তত মুল্য দি এদের কে । এরাও তো মানুষ
কোন মেয়েই পতিতা হয়ে জন্মায় না । আমাদের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক সমস্যা , পক্ষপাতদুষ্ট সামাজিক নিয়ম, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের অভাব ইত্যাদি পরিস্থিতির স্বীকার হয়েই একটা মেয়ে বেছে নিতে বাধ্য হয় এই ঘৃণিত পতিতার জীবন । এটা কোন মেয়েরই কাম্য জীবন নয় । একটা মেয়ের পতিতা হয়ে উঠার পেছনের কাহিনী যাই হোক এটা ঠিক যে কোন মেয়েই স্বেচ্ছায় পতিতার জীবন বেছে নেয়না । কিন্তু প্রায় সব সময়ই যে বা যারা এই মেয়েটিকে অন্ধকার পতিতার জীবনে ঠেলে দিচ্ছে তারা রহস্যময় ভাবে থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে ।
কখনো কখনো জিবনের আঁকা বাঁকা মোড় গুলো মানুষকে খারাপ পথে নিয়ে যায়
পরের পোষ্টে আশা করি পতিতাদের এই পেশা বেছে নেওয়ার কারণটা তুলে ধরার চেষ্টা করবো।
আল্লাহ সবাইকে ভালো ভাবে রাখুক সেই শুভ কামনা রইলো সবার প্রতি ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




