শুধু 3GP ফরমেটে নয় আরো অনেক ফরমেটে কনভার্ট করতে পারবেন।
যেমন:-
মোবাইল-MPEG-4, 3GP, IPOD MPEG-4 ইত্যাদী ।
এম এস এভিআই-MS AVI MPEG-4, DIVX AVI, MPEG AVI, ইত্যাদী।
ওয়েট- swf Video, FlV video, GIF এ ফরমেট দিয়ে আপনি মোবাইল ক্রিন সেভার বানাতে পারবেন।
এম পি ই সি- DVD MPEG, SVCD MPEG, VCD MPEG, MPEG ইত্যাদী। অডিও-WAV, MP3, CD, AMR ইত্যাদী ফরমেটে কনভার্ট করা যায়।
মোবাইলে সাধারনত MP3, AMR অডিও ফাইল সাপোর্ট করে।
ফ্রি ভার্শনে আপনি ভিডিও ফাইল কনভার্ট করলে কনভার্ট কৃত ভিডিওর বা পাশের উপরের কোনায় টোটাল ভিডিও কনভার্টার ও ওয়েব এড্রেস লেখা থাকবে।
যখন এ সফটওয়ারটি আপনি ইনষ্টল করবেন কনভার্টারের সাথে পেয়ে যাবেন টোটাল ভিডিও প্লেয়ার। এ ভিডিও প্লেয়ার সকল ফরমেটের ফাইল সাপোর্ট করে।
যেমন- DAT, MPEG, AVI, 3GP, MPEG-4, MP3, WAV, WMV, REAL VIVEO, AMR সহ আরো অনেক ফরমেট।
ফ্রি ভার্শনে আপনি মাত্র 15 দিন এ সফটওয়ার দিয়ে কাজ করতে পারবেন। রেজিষ্ট্রি করতে হবে নইলে কাজ করবে না। রেজিষ্ট্রি করা সম্ভব না হলে প্রোগরামটি রিমোভ করে আবার ইনষ্টল করে কাজ চালাতে পারেন। [link|http://effectmatrix.com|we
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৬ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



