মার্শাল ল আসবার চানস 0% আমার মতে। একটা ব্যাপার লক্ষ্য করবেন সবাই..... 1.আমাদের গণতন্ত্র পরনির্ভর । অন্য দেশের সাহায্যের আশায় আমরা আমাদের গণতন্ত্র চালু রেখেছি। কে বা কোন দল চাইবে এ সাহায্যের উৎস বন্ধ করতে। (আমেরিকা এম্নেই আমাদের তেল গ্যাসের উপরে চোখ দিয়া বইয়া আছে, একটু তেড়িবেড়ি করলে........... হ্যাগো সাহায্য তো বন্ধ হইবোই, নগদে আমগো এই দেশ পরিণত হবে একটা আফগান বা ইরাকে।
2. মাশর্াল ল চালু করার ক্ষেত্রে গৌণ একটা প্রব হইতেছে, নেতৃত্ব। এখন যে ব্যাটা আছে আর্মি চিফ, হের নাম 90% মানুষই জানে না...... কিন্তু সামরিক শাসনের আগেকার ইতিহাস ঘাটলে দেখা যাবে যে জিয়া, এরশাদ বা অন্যেরা যথেষ্ট জনপ্রিয় আছিলো, হের লাইগ্যা হেরা ক্ষমতায় আইলে মানুষ সাপোর্ট দিসিলো....... এখন সেই রকম লিডার কই? আর্মিতে। সব তো রেশন খাইয়া ফুলতাসে।
দেশের আর দশজন মাইনষের লাহান আমি মনে করি মার্শাল ল আওনের আগেই আমগো নেতানেত্রীরা নইড়া চইড়া বইবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


