avvenu
এ লেখা যারা জানেন তাদের জন্য নয়, তারা বেয়াদবী মাপ করবেন।
এ প্রযুক্তির জগতে কম্পিউটারের উপর আমরা অনেকাংশেই নির্ভরশীল। একজন মানুষের সব প্রয়োজনীয় কাজ আছে তার অনেকটাই করে থাকি কম্পিউটারের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে অধিক পিসিই ডেক্সটপ হওয়ায়, সেটাকে অনেক সময়ই বহন করতে পারিনা। যদি আমারা দূর কোথাও অবস্থান করি, তখন হঠাৎ প্রয়োজন হয়ে যায় নিজস্ব পিসিটির। কিন্তু তখন দূভাগ্য ছাড়া আমারা আর কিইবা বলতে পারি।
কিন্তু যদি এমন হয়, আপনার কম্পিউটারটিই অন্য দূরবর্তী কোন কম্পিউটারে বসে নিজের ফাইল খোলা, ডাউনলোড করা ইত্যাদির সুযোগ দেয়!!!
আর এ সুযোগটাই আমাদের সামনে নিয়ে আসছে http://www.avvenu.com নামের একটি সফটওয়্যার।
এ সফটওয়্যারটির মাধ্যমে আপনি, ফাইল শেয়ারিং, আপনার হার্ডডিস্কের গান শুনা, মোবাইল ফোনে তোলা ছবি স্থানান্তর সহ আরো অনেক কিছুই করতে পারবেন।
এটা ব্যবহার করতে হলে, পিসিতে কমপক্ষে উইন্ডোজ এক্সপি, সার্ভিস প্যাক ওয়ান, ব্রডব্যান্ড কানেকশান ইত্যাদি থাকতে হবে।
এটা ফ্রি অথবা লাইসেন্স ভিত্তিকও পাওয়া যাচ্ছে।
তো, ডাউনলোড করে ফেলুন এখনিই।
http://www.avvenu.com
আরও বিস্তারিত জানতে পারবেন এখানে.
http://www.avvenu.com/questions/index.html

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



