বেতন বৃদ্ধি হলেই যে সব কিছুর সঠিক সমাধান হবে তাও ঠিক না। তবে হ্যা এখানে সরকারের আগে যেটা প্রয়োজন সেটা হল শ্রমিকরা যেহেটু বেতন বৃদ্ধি দাবী তুলেছেন,সেহেটু বেতন বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও নজর দেয়া।বেতন বৃদ্ধির কারন শ্রমিককে শান্ত করা
এবং পরিস্থিতি সামলানো আর আসল কাজ যেটা সেটা হল,জরুরী ভিত্তিতে বাজার দর নিয়ন্ত্রণ।আর বাজার দর নিয়ন্ত্রণ না করতে পারলে
মাসে মাসে বেতন বৃদ্ধি করলেও কোন লাভ হবে বলে মনে করা যাবেনা।
আজ সরকার একদিকে বেতন বৃদ্ধির ঘোষনা দিবে আর অন্যদিক দিয়ে দেশের অসাধু ব্যবসাহীরা বাজার দর চারগুণ বাড়িয়ে দিবেন আর তার জন্য সরকারের বেতন বৃদ্ধি করাতেও সমস্যা থেকেই যাবে।আর যদি সরকার শক্ত হাতে শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে সাথে বাজার
দর কন্টল করতে পারেন তাতে উভয় পক্ষে সাফলতা আসবে ।
আমার হিসেবে সরকার যদি পোশাক ব্যবসাহী এবং শ্রমিকদের এক সঙ্গে পাশে রাখতে চান তহলে শ্রমিকদের বেতনের সাথে বাজার দরের
নিয়ন্ত্রণের বিষয়টি ভেবে দেখতে পারেন।
আরেকটা বিষয় শুধু শ্রমিক বাজার দর নয় পাশাপাশি ব্যবসাহীদের দিকেও সরকারের করা নজর ও নিরাপত্তা জোরধার করতে হবে ।আর তার জন্য সরকারকে পোশাক কারখানা থেকে চাঁদাবাজদের হটাতে হবে । না হলে কন্দল থেকেই যাবে,কেননা একজন ব্যবসাহী বা চাপ দিয়ে বায়ারদের কাছ থেকে কতয় বা বেশি মুনাফা নিতে পারবেন ? যদি ব্যবসাহীদের ব্যবসায় আয় করা থেকে ব্যয় বেশি করতে হয় তাহলে ব্যবসাহীদের ব্যবসাও টিকিয়ে রাখতে দায় হয়ে যাবে । আর সে ক্ষেত্রে এমনও হতে পারে পোশাক শিল্প ব্যবসাহীরা তাদের সমস্যা হওয়া বা লাভ না করতে পেরে কারখনা বন্ধ করে দিতে পারেন, আর তাতে দেশের অর্থনীতির পাশাপাশি পরিস্থিতিও বেশ খারাপের
দিকে যেতে পারে ।তাই সরকারকে সবদিকে কড়া নজর দিতে হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০