আমি আজ ভেঙ্গে দেব জোড়া ফুলদানী
বড়দের টিভি খুলে খেলতে যাবোনি
ছুচোবাজী ছেড়ে দেব ঠাকুমা’র ঘরে
একটাই টেন যার জুজু যদি ধরে
জুজু যদি থাবড়ায় ল্যাম্পপোষ্ট কানা
লড়ি হয়ে যাবে মারুতির ছানা
ন্যাজ তুলে হুড়ো দিলে জনোনাকি কিজ
হাত জোড় করে বলো প্লিজ! প্লিজ! প্লিজ!
জু জু.. জু জু.. আমাকে থাবা দিও না
জু জু.. জু জু.. তুমিতো জুজু সোনা
এ জু জু.. জু জু.. আমাকে থাবা দিও না
এ জু জু.. জু জু.. তুমিতো জুজু সোনা
আমি আজ হেডঅফিস পাঠাবো না ফ্যাক্স
বসের দু’কান মুলে করবো রিল্যাক্স
দোল খেয়ে বসে যাবো ষ্টিরোলিটির কোলে
একটাই ভয় যদি জুজু ফোন তুলে
জুজু যদি আচড়ায় হাতে হ্যান্ডলুন
জিন্সের খাঁজে ছোট বাথরুম
বেঁকে চুরে উড়ে এলে ভুলোনা সালাম
মশারীর চালে লেখ রাম! রাম! রাম!
জু জু.. জু জু.. আমাকে থাবা দিও নি
জু জু.. জু জু.. তুমিতো জুজু মনি
এ জু জু.. জু জু.. আমাকে থাবা দিও নি
এ জু জু.. জু জু.. তুমিতো জুজু মনি
আমি সেই জুজু যার এত নাম গান
ঠোটাল এড়িয়া জুড়ে ভয়ের দোকান
ভীতুর মুন্ডুগুলো সাজিয়েছে রেকে
একটাই টেরো যদি বাবা জুজু দেখে
বাবা যদি হাতড়ায় জিন্দেগী কাঁচি
বিজনেস টকে কলারে ঘামাচি
তাড়ি মেরে বাড়ি এলে বাগিয়ো না ফাঁট
ভয়ের পুটোলী ফেলে কাট! কাট! কাট!
জু জু.. জু জু.. আমাকে থাবা দিও না
জু জু.. জু জু.. তুমিতো বাবা সোনা
এ জু জু.. জু জু.. আমাকে থাবা দিও না
এ জু জু.. জু জু.. তুমিতো জুজু সোনা
জু জু.. জু জু.. আমাকে থাবা দিও না
জু জু.. জু জু.. তুমিতো বাবা সোনা
এ জু জু.. জু জু.. আমাকে থাবা দিও না
এ জু জু.. জু জু.. তুমিতো জুজু সোনা
আজকা ব্লগে নাকি জুজু আইছে। জুজু সোনা আমারে ধইরো না পিলিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



