তাই ব্লগের মাধ্যমে বাংলাদেশের সবাইকে ইদের শুভেচ্ছা পাঠিয়ে দিলাম। আমার আপনজন যারা সামওয়ারইনিং করে না তাদের সবাইকে আপনারা ইদের শুভেচ্ছাটা পৌছে দিবেন প্লিজ।মা, বাবা, চোট বোন/ভাই, বন্ধুরা, খালা/খালু, মামা/মামী, ঐ দারোয়ানটা, ঐ রিক্সা ওয়ালাটাকে, ঐ হুজুরটাকে.... সবাইকে বুঝলেন সবাইকে.... ওহ!! হে, মোহাম্মাদপুর কাঁচা বাজারের ঐ লাল শাক ওয়ালাকেও [ওর একটা পা নেই, অনেক কষ্টে থাকে ও]।
কেউ যাতে মিস না যায় বুঝলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

