দ্্বিতীয় দিন ঃ সারাদিনের কাহিনী বাদ । মিলাদ হল , ইফতারি তারপর ভাত খাওয়ানো হল । বাইরে বসে ভাত খেলাম ।ইন্টারেসটিং ব্যাপার যদিও । খোলা আকাশের নিচে কাগজের উপরে বসে অল্প আলোতে বসে খাওয়াদাওয়া করা । তারপর রাতে অনেক গ্রামের আত্মীয় থাকল।এর মাঝে মজার আরেকটা ঘটনা ঘটল ।একটা শিয়াল সবাই যখন খাওয়াতে ব্যস্ত ছিল তখন সে একটা ছাগল নিয়ে ভাগল ।কি আজীব ব্যাপার ।লোকজন হৈ হৈ করেও ছাগলের শেষ রক্ষা করতে পারলনা ।
।9 টার দিকে কয়েক জন মহিলা জিকির শুরু করল ।হায়রে ঘর ফাটায় ফেলার অবস্থা ।তারউপরে আবোল তাবল খেয়ে আমার পেট ব্যাথা শুরু হইছে । 1 টার দিকে যদিও আমি ঘুম দিছি ।একজন আত্মীয়া জিকির করতে করতে দাড়ায় গেছে । এটাকে বলে ভর উঠছে ।সবাই উনার মাথায় তেল দিয়ে ঠান্ডা করল ।তারপর ভোর রাতে খেয়ে সবাই গল্প করলাম ।নামায পরে ঘু ম দিলাম ।পরের দিন সকালে একটু ঘুরা ফিরা করলাম ।তারপর ক্যাবে চড়ে বাসায় আসলাম ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



