চিটাগাং জেলার বাইরের সারা বাংলাদেশের মানুষকেই চিটাগাং এর লোকেরা 'বইংগা' বলে থাকে , আর সারা বাংলাদেশের মানুষই চিটাগাং এর মানুষদের 'নার কাটা' বলে । এই শব্দ দুইটা কিভাবে আসলো :O মাঝে মাঝেই জানতে ইচ্ছা করে । নার কাটা ' শব্দটা তেমন প্রচলন না থাকলেও বইংগা শব্দটা চিটাগাং এর লোকেরা অনেক বেশি বলে থাকে । কিন্তু এই শব্দ দুইটা কিভাবে এলো কেউ কোন দিন এই নিয়ে কোন গবেষণা করেছে কিনা জানিনা , তবে আমি অনেকের মুখেই অনেক ভাবে অনেক কথা শুনেছি এই নিয়ে ।
প্রথমেই আসি বইংগা নিয়া
আমি লোক মুখে যেটা শুনেছি তাহা হলো , অনেক অনেক বছর আগের কথা , সম্ভাবত ১৮৬০ খৃষ্টাব্দে ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা সারা বিশ্বের সাথে যোগাযোগ এবং ব্যবসায়িক লেনদেন করার জন্য তারা একটি সমুদ্র বন্দর বানাতে চেয়েছিল , এবং অনেক পরীক্ষা নিরিক্ষা করার পর তারা চিটাগাংকেই বেছে নিয়েছিল , কিন্তু তারা চিটাগাং গিয়ে দেখে চিটাগাং এর সব মানুষই অশিক্ষিত , তাদের কথা চিটাগাং এর মানুষ বুঝেনা , তাই বিট্টিশরা চিন্তা করলো আগে চিটাগাং এর মানুষকে শিক্ষিত করতে হবে ।তার পর বন্দর , কারণ শ্রমিকরা যদি তাদের কথা না বুঝে তাহলে কিভাবে তাদের দিয়ে কাজ করাবে । তাই তখন বাংলা থেকে শিক্ষক পাঠানো হলো চিটাগাং এর মানুষকে লেখা পড়া শিক্ষা দেওয়ার জন্য ।
কিন্তু তখন চিটাগাং এর মানুষরা শিক্ষকদের নিয়ে হাঁসি ঠাট্টা করতো , বলতো বইংগা আইয়ে বাঙলা হিগাইতে , তখন অধিকাংশ মানুষ বাংলা উচ্চারন করতে পারতো না , তাই বাংলা থেকে যেই সব শিক্ষকরা যাইতো , তখনই তারা বলতো ঐ এক্কাইয় বইংগা আইছে বাঙ্গালা শিখাইতে আর সেই থেকেই সারা বাংলার মানুষকে বইংগা বলা শুরু করে চিটাগাং এর মানুষ ।
আমি আগে মনে করতাম সুধুই নোয়াখালীর মানুষকেই বইংগা বলা হয় । কিন্তু না পরে জানতে পারলাম এবং দেখতে পারলাম সুধুই নোয়াখালী নয় সারা বাংলার মানুষকেই বইংগা বলে চিটাগাং এর মানুষেরা ।
কিন্তু নার কাটা ' শব্দটা কিভাবে এলো ?
এই নিয়েও অনেকের অনেক প্রশ্ন আছে , এমন কি অনেক চিটাগাং এর মানুষ ও আমাকে জিজ্ঞাসা করেছে তাদের নার কাটা কেন বলা হয় ? তো এই কথার উওর খুজতে গিয়ে এক সিনিয়ার ভাই মজ্জাক করে সুন্দর একটা উদাহরণ দিলেন আমি হাসতে হাসতে শেষ অনেক অনেক আগের কথা , অনেক আগের কথা বলতে ১৮৬০ এর দিকেই হবে । চিটাগাং এর মানুষেরা তাদের লজ্জা নিবারণের জন্য বুকে এবং গুপন অঙ্গ ঢাকার জন্য কমড়ে কাপর ব্যবহার করতো , এখন আমরা যেমন দেখতে পাই পাহাড়ি এলাকার মানুষদের , বুক এবং গোপন অঙ্গে দুই স্থান ঢাকার জন্য তারা দুইটা কাপর ব্যবহার করে , ঠিক তেমনি দুইটা কাপর ব্যবহার করতো লজ্জা নিবারণের জন্য , নাভি দেখা যেতো । তাই তাদের স্বাভাবিক কাপর পরিধানের জন্য বাংলার মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে । পুরুষের জন্য পাঞ্জাবি টাইপের কাপর দেওয়া হতো , কিন্তু তারা সেই পাঞ্জাবি নাভি বরারব কেটে দুই পিস করে ফেলতো একটা নিচে লঙ্গির মতন বানাতো আর উপরের পিস দিয়ে বুক ঢাকতও এবং মহিলাদের দেওয়া হতো সেলোয়ার কামিস টাইপের কাপন , কিন্তু তারাও একই কাজ করতো , নাভি বরাবর কেটে ফেলতো । তাদের অনেক করে বুঝানো হতো কিন্তু কে শুনে কার কথা
সেই থেকেই নার কাটা শব্দের উৎপত্তি হয় , তবে আমার মনে হয় এই গুলা মজা করার জন্যই কিছু লোকের মনগড়া কাহিনী । তবে আসল ঘটনা জানতেই এই পোষ্ট দিয়েছি ।
কেউ কি আসল কাহিনী জানেন নাকি ? জানলে শেয়ার করেন প্লীজ চিটাগাং এর লোকেরা মাইন্ড খাইলে আমি দায়ী না কইয়া দিলাম
আজকা সকালে এই কুমিল্লার লোক আরেক জনকে বলতেছে আমি তারের 'পদাইছি ' পদাইছি এর অর্থ কি পরে অনেক ঘাটাঘাটি করে দেখলাম পদাইছি অর্থ হলো গালি দিছি বা বকা দিছি