'কি করে মানুষ এতো বোকা বোকা পোস্টান?
পোস্টাও ধুমধাম পঞ্জিকা, কোরআন;
তা না করে যতোসব নাস্তিক শয়তান!'
ভেবে ভেবে ছাগুরাম ধরে ফেলে ঠিক ঠিক
'এরা সব মুরতাদ, কাফের, অশিক্ষিত;
বিদ্যায় ঘাটতি তাই তারা নাস্তিক।'
তালিকার ব্যাপারেতে ছাগুরাম নিভর্ীক।
ব্লগে তার হিট বাড়ে, পোস্ট পড়ে ঠুসঠাস
কেউ কেউ এসে বলে, "ছাগুরাম সাব্বাস"
এমনিতে কেউ তারে পোছে নাতো বারোমাস
দলাদলি করে তাই নেতা হবে সিরিয়াস।
নিজের শিক্ষা কত ছাগুরাম মাপে না
পরের বিদ্যা নিয়ে চিন্তায় বাঁচে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



