আজকে একটা গল্পের কথা খুব বেশী মনে পডছে,
এক লোক হুজুরের মেয়েকে রাস্তায় দেখে হুজুরকে বলছে...হুজুর আপনার মেয়েরে দেখলাম রাস্তায় খুব বাজে অবস্থায়,আপনি মনে হয় আপনার (মেয়েকে)পরিবারকে ঠিকভাবে শাসন করছেন না।হুজুর বলল আসলে আমিও দেখেছি,আর আমিও রাস্তায় ওর অবস্থা খারাপ করতাম যদি আপনার মেয়ে সাথে না থাকত।জবাব শুনে ভদ্রলোক হুজুরকে বললেন যা করেছেন ভালো করেছেন রাস্তায় যদি কিছু বলতেন আমার মান সন্মান..............।
জোকস মনে করছেন আসলে না,আজকে জাতির কাধে শয়ে শয়ে লাশ।
এই লাশের পাহাড ডিন্গিয়ে মজা করা সম্ভব নয়(সম্ভব মখা,প্রথম আলো ওরফে মইত্যে,এম কে ানোয়ার এদের কাছে)।
আমি খুব বেশি অনুভব করছি আমাদের দেশের মহান ব্যাক্তি যিনি ট্রাকের নিছে মুরগী পডলে কেদে কেটে অস্থির হোন মানবতা লন্ঘন হইছে বলে.......হ্যা ভাই ঠিকই ধরেছেন আমি বিশিষ্ট ব্যাক্তি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব মিযানুর রহমান সাহেবের কথা বলছি।
তিনি ক্রসফায়ার থেকে শুরু করে এই যাবতকালে যা যা ঘঠেছে তার ালচেরা বিশ্লেষন করে প্রতিটি বিষয়ে মোটামুটি লাইমলাইটে ছিলেন,
তাহার কথার মধ্যে কি পরিমান মধু আর ভালোবাসা ঝরিয়া পডিত তা আপনারা ভাল করেই জানেন।
কিন্তূ ইতিহাস ব্রেক করা এমন মানবধিকার লন্গনের ঘঠনায় তাহার নিরবতার কারনে জাতির মনে কিন্চিত সন্দেহের উদ্রেক হয়েছে,না জানি আমাদের মানবতার বরপুত্র আবার রানার কোন আত্নীয় হোন নাকি,নাকি তিনিও শ্রমিকের রক্তচোষা গার্মেন্টস ব্যাবসায়ী নাকি তাদের পেইড দালাল।
আসলে ওসব কিছু না এতক্ষন ছিল ফালতু প্যাচাল এখন আসা যাক আসল কথায় ,একটা কুকুর বিডাল মরলে যেখানে মিজান সাহেব শোকে মুহ্যমান হয়ে যান এত মানুষের মৃত্যু তিনি সইবে ক্যামনে।
তিনি শোকে এতটাই বিহবল কোন কথা কইতে পারতেছেন না,তার প্রেশার ও লো হয়ে গিয়েছে,তার বিশ্রাম দরকার,ডাক্তার বলিয়াছেন যতদিন সাভারের আকাশে বাতাসে সেইসব লাশের সংস্পর্শে যাওয়া একটা মাছিও বাছিয়া থাকিবে ততদিন পর্যন্ত ঢাকার আলো বাতাশ নিরাপদ নয়।চাইলে তিনি আবহাওয়া পরিবর্তনের নিমিত্তে বাইরে কোথাও ঘুরে আসথে পারেন। কিন্তু অত্যধিক দেশপ্রেম ও মানব প্রেমের কারনে তিনি বাইরে কোথাও যান নাই,দেশেই আছেন এবং দেশে থেকে গার্মেন্টস ব্যাবসায়ীদের সরবরাহকৃত ফলফলাদি খাইতেছেন।
দেশের স্বার্থে তাহাকে তো বাছিয়া উটিতে হইবে,২০০০ লোকের চিন্তায় তিনি যদি অকালে হারিয়ে যান তাহলে ১৬ কোটি মানুষের হাল কে ধরিবে,তাই জাতি চায়না তিনি এই অল্পকিছু লোকের জন্য চিন্তা করুক।
আপনারা সবাই আমাদের এমন লেকচারবাজ মহান ব্যাক্তিদের জন্য দোয়া করবেন,যেন তাহারা খুব তাডাতাডি সুস্থ হয়ে উঠেন এবং সাভারের সব মশা মাছি যেন তাডাতাডি মারা যায়।আবারো যেন তাহারা ফিরে এসে দলবাজি স্টান্টবাজি লেকচারবাজির মত কর্মকান্ড করে জাতির োয়া মারতে পারে
ইহা একটি কল্পনা প্রসুত পোস্ট কাহারো চরিত্রের সহিত মিলিয়া গেলে লেখক দায়ী নহে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯