তাবলীগ করেন এক ব্যক্তি লন্ডন এসেছেন মানুষকে হেদায়েত বাণী শুনাতে যাতে ানুষ ভালো হয়ে যায়।
এক মসজিদে বসে তিনি মানুষকে বুঝাতে শুরু করলেনঃ
ভাইসব আপনারা সবাই ভালো হয়ে যান।
এক ব্যক্তি প্রশ্ন করলেন আপনি কোত্থেকে এসেছেন?
ঃ বাংলাদেশ থেকে
ঃবাংলাদেশের সব মানুষ ভালো হয়ে গেছে?
ঃ না তো
ঃ তাহলে আগে তাদের ভালো করে আসুন।
অতপর তিনি বাংলাদেশে ফেরত আসলেন।ঢাকা থেকেই দাওয়াত শুরু করবেন ভাবলেন।
তিনি মানুষকে পুনরায় বুঝাতে শুরু করলেনঃ
ভাইসব আপনারা সবাই ভালো হয়ে যান।
উপস্থিত এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোন বিভাগে?
ঃ চট্টগ্রাম বিভাগে
ঃচট্টগ্রামের সব মানুষ ভালো হয়ে গেছে?
ঃ না তো
ঃ তাহলে আগে তাদের ভালো করে আসুন।
তিনি চট্টগ্রামে ফেরত আসলেন।ডেকে ডেকে লোকজনকে বোঝাতে লাগলেনঃ
ভাইসব আপনারা সবাই ভালো হয়ে যান।
উত্তরে আবার সেই প্রশ্ন
ঃআপনার গ্রামের সব মানুষ ভালো হয়ে গেছে?
ঃ না তো
ঃ তাহলে আগে তাদের ভালো করে আসুন।
গ্রামে এসে পুনরায় একই কাজ শুরু করলেনঃ গ্রামবাসী আপনারা ভালো হয়ে যান
ঃ আপনার পরিবাবের লোকজন সব ভালো হয়ে গেছে?
ঃ না তো
ঃ তাহলে আগে তাদের ভালো করে আসুন।
পরিবাবের সবাইকে ডে কে বললেন ঃ দেখো সেই সুদূর লন্ডন থেকে এই পযন্ত এসে আমি একটাই শিক্ষা পেয়েছি যে আগে আমার পরিবারের সবাই ভালো হওয়া উচিৎ এরপর অন্যরা।
তার স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি পুরোপুরি ভালো হয়েছেনতো?
এই প্রশ্নে উক্ত ব্যক্তির বোধদয় হলো "আমি নিজেইতো পুরো পুরি ভালো হয়নি অন্যকে কিভাবে ভালো হতে বলি?"
এই গল্পের শিক্ষা কি?
শিরোনামটাই তার উত্তর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



