পুরন্দর বলতো দ্যাক ইশকুলে পরেচিস যখন হারামি তোদের হতেই হবে আর হারামি যদি হতেই হবে তাইলে ভালো হারামি হ' আর ভালো হারামি হওয়া সোজা কতা না তার অনেক হ্যাপা । শুধু ফ্যাতাড়ুহ'লেই হবে না , আরো হ্যানা ত্যানা বাল ছাল হতে লাগবে । সে সব ডিটেলস ভদিদার কাছে নিস খনে । এক পাইট বাংলা খাইয়েচো বলে কি সব বলে দেবো? গান্ডু নাকি?
গণি খুৎ খুৎ করতো । বলতো পুরন্দা , আমি তো গবমেন্টের ফিরি ইশকুলে পড়েচি তাও পাউরুটিগুলো আদ্দেক মায়ের ভোগে যেতো , আমার কেসে একটুহালকা দেবে না? আমাকেও বারা অত কিচু করতে হবে ? মিচকে শালা তিনটে পাস দিয়ে হোগা মারাচ্ছে । ঐ ওকে দিয়ে ভালো হারামি , খারাপ হারামি , বালের হারামি যা বানাবে বানাও । আমি কাটি , শালা সীমাবৌদি এতক্ষনে ঠিক পার্টিধরে নেবে । উফ , এই মিচকে , বল না পুরন্দাকে ..
আসলে সেকেনদিনই ভদিদা পই পই করে বলে দিয়েছে , ট্রেনিঙে নো ফাকি অ্যালাউড । গণি বারা ইংরিজি বোঝে না ব'লে গুরুত্বটা বুঝতে পারে নি । কিন্তু পুরন্দর পুরনো ফ্যাতাড়ু । প্রথমবারেই বলেছিলো , ভদিদা , শালা মিচকে কিন্তু সাত সেয়ানার এক সেয়ানা । আমি কিছু বলি নি চেপে গেসলাম । দাড়া বারা, দুদিন যাক , সাট্টিফিকির টা পাই । তারপর আট নম্বর সেয়ানাটাকে বাজারে নামাবো দেখবি । ভদিদা বলেছিলো, সেয়ানা-টেয়ানা গো ফাক ট্রেনিঙে নো ফাকি জেন্টলমেনস ওয়ার্ড । পুরন্দরও আর বিশেষ কিছু ব'লে নি । তবে তারপর থেকে কাজের কথা ছাড়া আর কিছু বলতো না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



