গান = মানুষ, বলা যায়... বলতে দোষ নেই। তক্ক করলে মামলা ঠুকে দেব, বলবো আমি মহাজ্ঞানী নিউটনের লেটেষ্ট ভার্সন। আমার সাথে নাগতে আসলে ঘুসি মেরে শিং বের করে দেব। নাম দেব নতুন করে, নতুন ভাষায়...। যত গান 'দিন' শুনবে, বুঝবে পৃথিবীটা সত্যিই তুখোড় বৈচিত্রময়! গানের মতই জীবগুলো। তিক্ত, ঝাল, মিষ্টি, ব্যাঙ্গি...। গান শুনলে বুঝবে কোনটার ভেতর কতটা রক্তরন জমাট বেঁধে আছে... আছে কোনটায় মিষ্টি আবেশ... বৈচিত্রময় আদরের ছোঁয়া... আছে কতটা জমাট বাঁধা স্বপ্নলতা...। 'দিনে'র উচিৎ রোদকে নির্বাসন থেকে ফিরিয়ে আনা। অগণিত কুয়াশা ঘেরা জীবনে শুধু এক টুকরো রোদ্রময় একটা সুরেলা দিন... হুম... ঝিলিমিলি রোদেলা দিন...
আর কি চাই?
উৎসর্গ ঃ নাঁকি সুরে কাঁদে যারা। শাওনদের জন্য।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



