ঈদে কি করলেন?
অনেক কিছু, অনেক ঘোরাঘুরি আর আনন্দ। বা
পানসে, ম্যান্তামারা, কোন আনন্দ হয় নাই।
এ ধরনের উত্তর হল জেনারেল। মানে কিছু স্পস্ট নয়।
ঈদে কি করলেন?
অনেক কিছু, অনেক ঘোরাঘুরি আর আনন্দ। চাচার বাসায় গিয়েছিলাম, কাজিনদের সাথে অনেক মজা হয়েছে। বা
পানসে, ম্যান্তামারা, কোন আনন্দ হয় নাই। ভাবছিলাম জানেরে সাথে ঘুরাঘুরি করব কিন্তু ওর হইছে জ্বর, ঘরথেকেই বাহির হয় নাই।
মানে হল একটা উদাহরন দেওয়া। স্পস্ট করে বুঝানো আপনি কেন মজাপেলে বা পেলেন না।
সেদিন পিপিডি স্যারের ক্লাস করছিলাম। তিনি অংক পড়ান, তার ক্লাসে সাধারণত কেউ কথা বলেন না। একটা কিছু পেলেই তিনি ছেলেমেয়েদের নাকাল করে ছাড়েন। স্যার ক্লাসে আবার গল্প টল্পও অনেক করেন। একবার বললেন কোন বিষয়ে বললে আমরা যাতে স্পেসেফিক ভাবে বলি বা করি। স্যার আবার ওনার অনার্স, মাস্টার্স, পিএইডি করেছেন অংকে রাশিয়া, তিনি মেডিক্যাল স্ডুডেন্ট ছিলেন, অংক প্রিয় ছিল তাই মেডিসিন ছেড়ে অংক পড়তে রাশিয়া যান। সেখানে অংক কুইজ নাকি বোর্ডে করতে হত এবং সহ ছাত্রদের বুঝিয়ে দিতে হত। সবাই বুঝেছে বললে নাম্বার নয়তো অংক ঠিক হলেও ছাত্ররা যদি বলত বুঝি নাই তাহলে শূন্য। তার মানে অল্প সময়ে স্পেসেফিক ভাবে অংক বুঝাতে হত।
স্যার বললেন তোমরাতো এখানে কোর্স কর, প্রেজেন্টেশন কর, ছাত্রদের প্রশ্ন উত্তর দাও তোমরা বুঝবে স্পেসেফিক বলতে কি বুঝায়। আমার এক বলদ শালা আছে, গাধাটা আবার ইঞ্জিনিয়ার, কিন্তু তোমাদের মত পড়ার সুযোগ পায় নাই। তাই বলদ এসব বুঝবেনা। সেদিন জিজ্ঞেস করলাম পাঁচ, ছয় টা মেয়ে ছবি দেখেছ, কাউকে কি তোমার পছন্দ হয়েছে বিয়ে করার জন্য, বলদটা কি বলল ঘুরিয়ে ফিরিয়ে আমি কিছুই বুঝলাম না। শেষে আমার স্ত্রীকে বললাম তোমার বলদ ভাইকে বল সে কি বলতে চায় সে যেন তোমাকেই বলে, আমাকে আর বলতে হবে না।
আমাদের পপ স্টার তিশমার সাথে এই অংক কোর্সটা করছি। তিশমাকে আপনাদের চিনার কথা, টিভিতে ওর অনেক গান-টান দেখায়। সে আবার পড়াশুনায় ও ভাল। ভাল গ্রেড পাচ্ছে। সে স্যারকে একটা প্রশ্ন করাতেই স্যার ওকে পেয়ে বসল। দেখ একটা বিষয় শুধু একটু জানলেই হয় না। এর শেষ পর্যন্ত জানতে হয়। তুমি যদি বিদেশে যাও তাহলে দেখবে তুমি বিশেষ সুবিধা করতে পারছনা। কোন অংকের ছাত্রের সাথে তুমি কথা বললে দেখবে তুমি বিশেষ কিছুই বলতে পারছ না। কিন্তু সে অংকের শেষ কথাটা জানে তুমি তখন অংক না পেরে যদি বল আমি তো মিউজিকও জানি তাহলে সে বলবে আস আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই। সে বন্ধুটি দেখবে মিউজিকের শেষ কথাটা জানে সেখানে তুমি কিছুই বলতে পারবেনা। তাই যে জিনিসটা করবা তার শেষটা যেন জান তার চেস্টা করবা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

