শাহরুখ খানকে স্যালুট!!
পুরা দুনিয়া (বিশেষ করে বাংলাদেশ) যেখানে নারীদেরকে পণ্য না বানানোর জন্য মৌখিক এবং ফেসবুকীয় আন্দলনে ব্যাস্ত, ঠিক তখনি কথা বা স্ট্যাটাস এ বড় না হয়ে কাজে বড় হলেন শাহরুখ খান, এইবার যদি কবির দুঃখ কিছুটা হইলেও ঘুচে!!
একই সাথে শাহরুখ খান এটাও দেখাইয়া দিলেন যে ইচ্ছা করলে দুই হাতে দুইটা সাবান নিয়া বাথটাবে খালিগায়ে শোয়া যায় একটা সাবান নিয়া বার বার খালিগায়ে বাথটাবে শোয়া + ঘষাঘষি করা লাগে না!!
কিন্তু এত কিছুর পরেও একটা জায়গায় আমাদের শাকিব খানের কাছে মাইর খাইয়া গেলেন শাহরুখ খান!! না না আমি মেরিল- প্রথম আলো পুরুস্কারের কথা বলবো না, আমি শুধু বলবো শাহরুখ খানের বিখ্যাত হওয়ার জন্য সে যে মেয়েলী এইটা স্বীকার করা লাগে আর আমাদের শাকিব খান স্বীকার না করেও এই জায়গায় অপ্রতিদ্বন্দ্বী!!!
কিন্তু না, লোভ দেখাইয়া আমাদের খালিগায়ে লাক্স হাতে বাথটবে নামানো এত সোজা না বাংলার মানুষ ভোদাই হইলেও আদালত ভোদাই না তারা ঠিকই বুঝে ঈশটার হইতে হইলে লাক্স ঘষা লাগে না আমাগো দেশী কেয়া বা কসকো সাবান ঘইসাও ঈশটার হওয়া যায়!!!
আর তারচেয়েও সহজে ঈশটার হওয়া যায় ফেসবুক আইডি খুইলা!!!
বিঃ দ্রঃ ইহা শুধু মাত্র একটা ফেসবুক স্ট্যাটাস, শাহরুখ খান বা শাকিব খান ভক্তদের বা লাক্সের ব্যাবহারকারি/কারিণী দের মনে আঘাত দেয়া এই পোস্টের উদ্দেশ্য নয়!!
ফীলিং ঈশটার ঈশটার @ ফেসবুক!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




