মোবাইল কোম্পানি গুলা তাদের সেল বাড়ানের জন্য কত রকম সুবিধা ওয়ালা মোবাইল বাইর করতাছে তার ইয়ত্তা নাই ঘড়ি, ক্যামেরা, টর্চ লাইট, রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট আরো কত কি আরে ভাই এত কিছু লাগবোনা খালি কোন রকমে একটা এসি আর একটা ফ্রিজরে চাইপা চুইপা মোবাইলে ঢুকাইয়া দেন, দেখবেন পাবলিক এমুন খাওয়া খাইবো যে, সাপ্লাই দিয়া কুল পাইবেন না!!!!
সামু ব্লগে এই আইডিয়া দিছি বইলা আবার বাতিল হিসাবে উড়াইয়া দিয়েন না!!!
জ্যামের ভিতরে বইয়া থাকতে থাকতে যদি মোবাইল থেইকা এসির বাতাস খাওন যায় তাইলে তো জ্যামই ভালো তাইনা???
আরে ভাই এসি না পারেন অন্তত একটা ফ্যানের বেবস্থা তো করেন!!!
জ্যামে একদিন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




