পাশবিকতার চরমে পৌঁছাতে আজ আর
অন্ধকার পথে চলতে হয়না, ভয় থাকেনা
প্রকৃতির মাছে অবিন্যস্ত সব বিপদের।
প্রখর সূর্যাালোকে ছাতা মাথায় দিয়েই
পৌঁছানো যায় পাশবিকতার পরম চূড়ায়।
দিক দর্শন যন্ত্র এবং যন্ত্রের ছায়া পথের বিচ্যুতি
ঘটায়না। অনেকদিনের প্রচেষ্টায় ও পথ আবিষকৃত
আজ। পাশবিকতার ও পথ এমনই উন্নয়নের
ক্রমবিকাশের পরাকাষ্ঠায় পরিপূর্ণ , যে কেউ
খালি পায়ে শুরু করলেও যাত্রা পথের বিকাশে
উন্নয়নের বিকাশ এসে জড়ো হবে খালি পায়,
উঠে আসবে সভ্যতার চর্মে গড়া জুতা ঠিকই্থ
এমনই প্রতিটি ক্ষেত্র জীবনে ও পথে।
পাশবিকতার চরমে পৌঁছে যায় আজ
তাই অনেক প্রভাকর বুদ্ধিমান;
পাশবিকতর চরমে পৌঁছে পৌঁছে ওরা ই
তাইতো আজকাল সমাজ আর দেশ চালান।
২৯/0৪/০৫
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



