সেই টুইস্ট বলে দিল 1978 এ একটা ছবির মূল ম্যাসেজ বা সারমর্ম আর 2006 এর একটা ছবির টার মধ্যে কি ভীষন যুগোপযুগি এবং ফুললি বৈপরিত্য।
পাপের ধ্বংস হবেই বা অন্যায়ের পরাজয় হবেই বা অন্যায়কারী শয়তান মানুষের সকল শয়তানি শেষে হবেই এই সব ধরনের ছিল পুরান ডন ছবির মর্মকথা আমরা বলতে। অর্থাৎ ভালর কাছে মন্দের পরাজয় হবেই ।
হয়তো সেই সময় (1978) এর পৃথিবীতে মানুষ তাই আশাও করত এবং ভাবত।
আর আজকের দুনিয়ায় , কই মন্দের ই তো হয় জয় দেখি বারবার। (না হলে বুশ কেন ওভাবে হাসে!) । সে জন্যেই কি ছবির রিমেক এ মর্ম কথা বদলে গেল। ডনেরই জয় হলো। মন্দের কাছে হলো ভালর পরাজয়। বেশ সমায় উপোযোগী ধারনা। তাই না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

