somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়া করমু না (REMAKE)

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-নিল.....?
-জ্বে আব্বা.....
-আমার সামনে বস..।
ইনি হচ্ছেন আমার গুনিধর আব্বাজান।সারাজীবন সে মুখে গম্ভীরভাব রাখার চেষ্টা করলেও কেন যেন তার মুখ ওই শিশুশুলভের মতই দেখা যায়।আব্বাজানের সাথে আমি পুরাই ফ্রি,বলতে গেলে দোস্ত দোস্ত ভাব।
-আব্বা কি কিছু বলবেন....?
-হুম।
-বলেন....?
-কেন....তোর কি তাড়া আছে....!!?
-জ্বে আব্বা।একটা মিটিং ছিল আর কি.....
-কাম কাজ করস না কিছু,আবার কিসের মিটিং.....?
-আব্বা,ওই আর কি...আমার এক ফ্রেন্ডের মুসলমানী।একটা ছোটখাট অনুষ্টান করবে....ওইটার জন্য আর কি....
আব্বাজান লম্বা একটা শ্বাস ছাড়লেন।যার অর্থ ছেলের ভবিষ্যৎ নিয়ে সে অনেক চিন্তিত
-তোমার মাতা কি তোমাকে কিছু বলিয়াছে....!!!
এই যা!!!!!!!আব্বার শুদ্ধ কথা বের হইছে।আব্বা যখন ভীষনরকম সিরিয়াস হয়,তখন তার মুখ থেকে বেশি শুদ্ধ বের হয়ে যায়।তাও আবার সাধু ভাষা।
-না তো আব্বা।মাদার তো মোরে কিছু বলে নাই।
-তুমি কি আমার সহিত ফাইজলামি করিতেছো....?
-জে না আব্বা।এরকম মনে হওয়ার কারন কন তো হুনি....
-তাহলে কোন ভাষায় কথা বলিতেছো....?
-ওই হইছিলো কি আব্বা,ফ্রেরেন্ড সাকেলে অনেক ভাষার ফ্রেন্ড আছে তো...শুনতে শুনতে এই অবস্থা।
-শোন নিল।তোমার বিয়ে আমি আমার এক বন্ধুর মেয়ের সাথে দিব ভাবছি....
ওহ খোদা....!!!!কবে এই আকাম করলো আমারে না জানাইয়া.....
-তোমার এই বিষয়ে কোন আপত্তি আছে....?
-আব্বা,আমি বিয়া করমু না।
-কেন কি হইছে....
-মাইয়া গুলি অনেক খারাপ আর ইয়ে হয় আর কি.....
-কিয়ে হয়......!!?
-ইয়া আল্লাহ!!!!আপনারে আমি কেমনে বুঝামু।আব্বা,আমি মার কাছে বলবোনে.......
কোন মতে উঠেই দিলাম দোড়।
-মা.....মা.....
-কি হইছে.....
-আব্বা এইগুলি কি শুরু করছে....
-কি করছে.....
-বিয়া করবো বলে.....
-কিহ!!!!!!!!!!
-ওহ সরি....মানে বিয়া করাইবো বলে......
-নিল....এখনো ছোটই রয়ে গেলি।বড় হইছিস না....বিয়ে তো করতেই হবে.....
-আম্মা,আমি বিয়া করাম না........
.
.
.
-হাহাহাহাহা........
-তুই হাসতেছিস....আমার অবস্থা খারাপ আর তুই হাসোস....
ক্যাম্পাসে এসে আমার ফ্রেন্ড তিয়ানার কাছে ঘটনাগুলি শেয়ার করছিলাম।কিন্তু এ তো হাসতে হাসতেই শেষ।
-শোন মামা....এত ডরাইলে কি চলে!!!!!চোখ বুঝে বিয়েটা করে ফেল.....অনেকদিন হল মুরগির রান খাই না....
-তরে......
-আরে থাম থাম....রাগ করিস না।প্লান কি বল....
-আমি যদি বলি তাইলে তোর কাছে আসলাম কেরে....!!!!!!
-ও আচ্ছা....তো কি করতে চাছ সেটা বল.....
-বিয়া করুম না.....
-কারন....?
-মাইয়ারা অনেক খারাপ....
-তোর সাহস তো কম না।তুই এক মেয়ের সামনে বসে মেয়েদের নিয়ে ব্যাড কমেন্ট করিস.....!!!!!
-আরে মামা....সবাই তো এক না....
-তাইলে তুই কেমনে বুঝল ওই মেয়ে খারাপ....!!!!!দেখা করছোস....?
-না.!.!. তা করি নাই....
-তাইলে.....!!?
-তাইলে কি......!!!!
-শোন...take my word....অই মেয়ের সাথে দেখা কর....
-তারপর.....!?
-তারপর কয়দিন কথা বলে দেখ।তারপর আমাকে জানা.....
-হাচা....?
-আরে হ.....হাচা।
তিয়ানার উপদেশ অনুযায়ী ভাবলাম,মেয়েটার সাথে দেখা করি.....রাতে আব্বার সাথে কথা বলতে হইবো....
-আব্বা.....?
-বলতে থাক.....
-আমি ওই মাইয়ার লগে দেহা করতে চাই.....
-তোর যেই কথার সুরত......শুনেই তো পলাইব....
-তাইলে কি সাধু ভাষায় কথা কমু.....
-যেমনে মনে চায়....বলিস......এই নে ঠিকানা....
রাতে আর ঘুম আসলো না।কেমন হইতে পারে এটা ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম......
সকালে ফোনের কলে ঘুম ভাংলো.....
-কি হইছে তোর.....?
-নিল....তুই এখনো ঘুমাস.....
-হু.....
-উফ!!!!আল্লাহ.....তোর না অই মেয়ের সাথে দেখা করার কথা....
ওহ!!! শিট......লাফ দিয়ে উঠলাম।
-ওই পেত্নি....তোরে না রাতে বইল্লা দিলাম আমারে আগে আগে কল দিতে....
-মামা...ভুলে গেসিলাম.....যা তারাতারি কর....।
কি করুম।১০ টায় দেখা করার কথা।এখন বাজে ৯.৩০ টা।কেমন ডা যে লাগে.......
কোন মতে রেডী হয়ে রওয়ানা দিলাম।যাইতে যাইতে আরো বিশ মিনিট লাগলো.....
দেখা করার জায়গা একটা পার্কে।আব্বার দেওয়া ইনফরমেশন অনুযায়ী।
আগেই শুনছিলাম মেয়ে নাকি মেডিকেলে পড়ে।অনেক বিজি মানুষ।অনেক কষ্টে নাকি আজকে সময় বের করছে....আল্লাহ!!!!কেমনে যে শুরু করুম......
অনেক দুরে একটা মেয়েকে দেখতে পেলাম।গায়ে ডাক্তারের আউটফিট,চোখে চিকন ফ্রেমের চশমা,হাতের পাশে মেডিকেলের দুইটা বই।বই নিয়ে নাড়াচড়া করছে আর এদিক ওদিক তাকাচ্ছে।কোন রকম আটা ময়দা ছাড়া ন্যাচারাল লুক।সিল্কি চুলগুলি হাত দিয়ে সরাচ্ছে বার বার।আমি এতই মোহিত হয়ে গিয়েছিলাম যে কখন মেয়েটার সামনে আসছি জানিই না......
-জ্বী.....?(মেয়েটি)
-.........
-এক্সকিউজ মি.....কিছু বলবেন......
-জ্বি...হা......আমি নিল....(হুশ ফিরলো)
দেখলাম মেয়েটি আমার মাথা থেকে পা পযন্ত ভালভাবে দেখছে.....এই কারনে আমি নিজেই তাকালাম আমার দিকে.......!!!!!!ইয়া আল্লাহ!!!!!!!আমার একপায়ে ক্যানভাস,আরেক পায়ে স্যান্ডেল।সবচেয়ে বড় জিনিস অফিসের চেইন খোলা.....
আমি লজ্জায় তারাতারি আরেকদিকে ফিরলাম।ফাস্টেই অফিসের চেইন আটকালাম।জুতা তো কিছু করা যাবে না।অইটা ওমনেই থাক।
-ইয়ে মানে.....একটু তারাহুড়ো করেছিলাম তো....তাই আর কি এই অবস্থা....
মেয়েটার মদ্ধে কোনো ভাবান্তর দেখলাম না......তাই ওর পাশে গিয়ে বসলাম.....কি দিয়ে শুরু করুম এইটাই তো মাথায় আসতাছে না......
-আপনিই নিল,রাইট.....?
-জ্বি......
-আপনাকে কিছু প্রশ্ন করবো.....?
-জ্বি করেন.....?
-স্মোক করেন.....?
যাহ!!!!কি জিগায় এইগুলি....
-না তো.....
-দেখেন....স্মোকখোর ছেলে আমার ভীষন অপচ্ছন্দ....সো এই ব্যাড হেবিট থাকলে বিয়ে বাদ দেন.....
-জ্বি.....
-জ্বি দিয়ে কোনটা বুঝালেন.....!!?
-স্মোকিং করা বাদ দিব.....
-তাহলে মিথ্যে বল্লেন কেন.....?
-প্রথমবার তো....তাই...?
-মানে কি....!!!!প্রথমবার মিথ্যে বল্লেন.....
-প্রথমবার ভাইবা পরীক্ষা দিচ্ছি.....
মেয়েটি একটু তাকালো আমার দিকে.....তারপর ফিক করে হেসে দিল.....যাহ!!!!!মেয়ে হাসতেও পারে......
-আপনি হাসতেও পারেন.....
-কেন আপনি পারেন না.....!?
-আগে পারতাম.....এখন ভুলে গেছি....
-তাই....!!!
-হুম......আপনার নাম টা কি....!!!!
-মানে কি...!!!!আংকেল এখনো আমার নামটাই বলেনি.....!!!!
-নাহ....!!!
-লামিয়া.....
-বাহ!!!!ভেরি নাইছ নেম....
-থ্যাংক্স....আচ্ছা....আমাকে এখন উঠতে হবে.....ক্লাস আছে.....
-ওকে.....
লামিয়া চলে যেতেই আবার ফিরে আসলো....
-ভদ্রতা জানেন না.....?
-ওহ!!!সরি.....আসসালামু আলাইকুম....
-উফ!!!!!আপনি এত গাধা কেন....সালাম দেওয়াই কি ভদ্রতা....?
-তবে....?
-বুঝছি.....আপনাকে অনেক শিখিয়ে পড়িয়ে নিতে হবে.....আসেন আমার সাথে......আর শোনেন...আমি আপনার বড় না,ওকে?আমাকে তুমি করে বলবেন...
-ওকে...?as ur খাইশ...
-মানে..?
-মানে wish আর কি.......
মেয়েটাকে রিক্সা ঠিক করে উঠিয়ে দিলাম।হাত নেড়ে বিদায় জানালাম।ও যাওয়ার পর এতটুকুই মনে হল,"মেয়েটা খারাপ না।একে বিয়ে করাই যায়।"
রাতে তিয়ানাকে ফোন দিলাম...
-কিরে মামা,দেখা করসোছ....!!?
-হু...
-কেমন মনে হইলো.....!!?
-ভালই তো লাগলো এখন আল্লায়ই জানে কেমন হয়.....
-কেমনে কি শুরু করলি......!?
তারপর পুরা বিবরন বল্লাম ওকে...
-মাম্মা....ফাটাইয়া ফালাইছো.....?(হেসে)
-মানে....!?
-মেয়েটা তো মনে হয় তোমার ওপর ফিদা হয়ে গেছে মনে হয়.....!!!?
-কি কস....!!!!!কেমনে.....!!?
-ওইটা তুই বুঝবি না.....শোন.....মেয়ে যদি তোর ভাল লাগে..তাইলে চোখ বুঝে বিয়ে করে ফেল....
-আর কয়দিন যাক.....পুরাপুরি সিউর হইয়া নেই.....
-ওকে....কিপ মি আপডেট.......
নিজে নিজেই ভাবতে লাগলাম...মেয়েটা তো আসলেই ভালো।দেখতেও অস্থির,চরম কন্ঠ,মেডিকেলে পড়ে।এটলিস্ট রোগবালাই হলে টেনশন করার কিছু থাকবো না......
-আব্বা.....?
-বল....
-এখন কেমনে কি করবেন....?
-কি করুম....?
-মানে ওই যে.....দেখা করলাম.....
-হু.....তো...?
-মানে....ভালই তো......
-ও বুঝছি.....বিয়া করতে চাছ....?ঠিক আছে আমি তাইলে পাকা কথা দিয়া আসুম নে.....
-আব্বা.....?
-আবার কি.......
-মাইয়ায় তো অনেক ভাব লয়.....আর অনেক ব্যস্ত মানুষ....
-আরে ওইটা কোনো ব্যাপার না....তোর মাও প্রথমে এমন ভাব মারতো....এখন দেখ....কই গেছে সেই ভাব.....
-ও তাই না......(মা)।এখন আমার ভাব নাই..নাকি!!!!!!
-তু..তুমি আসছো কই থেকে.....!!?
-আব্বা...আমার সমস্যার সমাধান করেন.....
-আরে বেটা...তোর সমস্যা তুই নিজেই সমাধান করতে পারবি......
আব্বাজানের কথায় ভরসা পাইলাম।আমার নিজেরি সব করতে হইবো......
তাই ঠিক করলাম মেয়েটারে আগে বুঝতে হবে।আমার জন্য কতটুকু ফিলিংস আছে......
-হ্যালো.....?
-হ্যা....কে লামিয়া....?
-জ্বি.....
-আমি নিল......কাল একটু দেখা করতে পারবা.....?
-কাল....!!!!?উম....আমার তো......
-কিছু শুনতে চাই না.....!!পারবা নাকি বল...?
-কোন সমস্যা হইছে....?
-না.....এমনেই.....
-উম.....আচ্ছা......কোথায় আসবো....
-বেইলী রোড...স্প্রিং রেস্তোরেন্টে......
-ওকে....
-আর হা....উইথআউট আউটফিট....মানে মেডিকেল মেডিকেল ভাব যেন না থাকে.....
-আচ্ছা...(হেসে)
-বাই.......
এখন কালকেই যা করতে হবে.......তিয়ানার কাছে তথ্য নিলাম কেমনে কি করতে হবে.....
.
.
পরদিন সকাল ১০ট।অপেক্ষা করছি মেয়েটার জন্য।এখনো আসে নাই।ভীষন রকম নার্ভাস লাগছে।মনে হচ্ছে আজকেই আমার বিয়ে.....কিছুক্ষন পরই লামিয়া আসলো.....
বাহ!!!!!লামিয়াকে আজকে ভীষনরকম সুন্দর লাগছে
-কি ব্যাপার.....!!!!!এত জরুরি তলব.....
-বস....
-কোন সমস্যা হইছে.....?
-কয়টা প্রশ্ন করতাম....?
-হ্যা...হ্যা সিউর।ওইদিন পরীক্ষা আমি নিয়েছি আজ আপনি নিবেন....(হেসে)
-লামিয়া....তোমার কি বিএফ আছে.....?
হঠাৎ করেই চুপ হয়ে গেল।মুখটা কেমন লজ্জা লজ্জা ভাব নিয়ে বল্ল
-না তো.....হঠাৎ এই প্রশ্ন.....?
-আমাকে কি তোমার পচ্ছন্দ হয়েছে......?
-কি শুরু করলেন আজ.....!!!!
-বল.....
-হুম....পচ্ছন্দ হবে না কেন....
মনে ভীষন খুশি লাগছে.....
-বিয়েতে কি কোন অমত আছে.....?
-উহু.......
এবার ভীষন সিরিয়াস ভাব ধরলাম।ওর ঠোট হালকা কাপতেছে.....
-ভালবাসবে আমায়.....?(চোখের দিকে তাকিয়ে)
-........(চোখ নিচে)
-বল.......?
-আপনি আগে বলেন.....?
-তাহলে তুমি করে বল.....
-(হেসে)তুমি আগে বল.....?
-ভালবাসি......
-আমিও.....
-কি..?
-ভালবাসি.......
যাক....আমার যাচাই করা শেষ।এই মেয়েকেই বিয়ে করলাম।বিয়ের স্পেশাল গেষ্ট আমার বেষ্ট ফ্রেন্ড তিয়ানা।বিয়ের দিন লামিয়াকে জড়িয়ে ধরে সেলফি তুলতে গেলাম....আব্বার ধমক
-নিল....তুমি কি শুরু করিয়াছো.....
-আব্বা....টেকিং সেলফি.....
অতঃপর তিনজনই হাসলাম........
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি মাসে সামু-ব্লগে ভিজিটর কত? মার্চ ২০২৪ Update

লিখেছেন জে.এস. সাব্বির, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮

মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-

গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

প্রোএক্টিভিটি এবং কম্পাউন্ড ইফেক্ট: আমার গুরুত্বপূর্ণ দুইটি শিক্ষা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১১



আমার গুরুত্বপূর্ন দুইটা লার্নিং শেয়ার করি। এই দুইটা টুল মাথায় রাখলে দৈনন্দিন কাজ করা অনেক সহজ হয়। টুল দুইটা কাজ করতে ও কাজ শেষ করতে ম্যাজিক হিসাবে কাজ করে।

এক.

স্টিফেন কোভের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ রূপান্তরঃ ট্রান্সজেন্ডার, সমকামিতা এবং যৌনতা বিষয়ক কিছু আবশ্যিক আলাপ

লিখেছেন সায়েমার ব্লগ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৩

প্রসঙ্গ রূপান্তরঃ
ট্রান্সজেন্ডার, সমকামিতা এবং যৌনতা বিষয়ক কিছু আবশ্যিক আলাপ

১।
যৌন প্রাকৃতিক, জেন্ডার নয়।জেন্ডার মানুষের সৃষ্টি (social, cultural construction)। যৌনকে বিভিন্ন সমাজ বিভিন্ন সময়ে যেভাবে ডিল করে, তাঁকে ঘিরে... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ঝলক: প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি এবং মনের শান্তির খোঁজে

লিখেছেন নাহল তরকারি, ২০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০১



সরল প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণে একটি ঘূর্ণায়মান পথ জুড়ে ঘুরে বেড়ানোর অবস্থানে আমি খুব শান্তি অনুভব করি। নদীর জল ছুঁয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে এক আন্তরিক সংযোগ অনুভব... ...বাকিটুকু পড়ুন

×