সুপার, কিন্তু আমার উদ্দিষ্ট কম্পিউটার,
1. windows xp প্রফেশনার ।
2.ডিভিডি/রাইটার ড্রাইভ, ফ্লপি ড্রাউভ লক করা ।(আবার এডমিন পাসে কাজ করে)
3.পেন ড্রাইভ ও লক করা (অথার্ত পেন ড্রাইভ ঢুকালে এডমিনিসট্রেটর পরে জারতে পারে ।)
4.প্রিন্টার স্ক্যানার সবই ব্যবহার করলে, এডমিনিসট্রেটর পরে জানতে পারে ।
5.ইন্টারনেট লাইন আছে কিন্তু বন্ধ থাকে কিন্তু আমি অস্ট্রিয়ার্নএকাদশ(11) বষর্ীয় বালকের থেকে প্রক্সি সেটআপ করতে হয়, সেটা শিখে নিয়েছি । সুতরাং ইন্টারনেট আমি প্লে করতে পারব ।(ছেলেটার মাথায় বুদ্ধিতে ভরা)
6.run এর কোন অপশন নেই স্টার্ট বাটনে, এমনকি ডেস্কটপ প্রোপারটিজ এও ঢুকতে গেলে নাছোড় বান্দা পাসওয়ার্ড চায় ।

7.উইন্ডোজ এর মেইন ফোলডার এ ঢুকা যায় তবে টেম্পোতে ঢুকলে কিভাবে যেন পরে এডমিন জেনে যায় ।
8.কোন ফ্লপি কিংবা সিডি ব্যবহার করা যাবে না, এডমিন ছাড়া ।বুঝতেই তো পারছেন । ভরসা ইন্টারনেট দিয়ে কেরামতি করা ।
এখন বলেন কিভাবে X ব্যক্তির অজান্তে তার ভিতরে ঢুকে , গুতিয়েঁ গাতিয়েঁ দেখে আসতে পারব কিংবা যে কোন কিছু ইনস্টল করতে পারব?এবং ব্যক্তি কোন ধরনের পরবতর্ীতে সন্দেহ পোষণ করবে না অথার্ত কোন প্রমাণই থাকবে না ।
ব্যাপারটা অনেক জটিল, একজন দেখিয়েছিল ডস এ গিয়ে কাজ কারবার করার জন্য কিন্তু ব্যাপারটা জটিল ছিল এবং সেই সাথে এখান থেকে ডস এ ঢুকা যায় না । কারণ, কম্পিউটার অন করার পর অফ করা যায় না , সেটা শুধু এডমিনই করতে পারে (সেইটাই ভয়), তবে লগ আউট করা যায় ।
এখন বলেন কি করতে পারি, সবই তো বললাম, দরকার হলে ইন্টারনেট এর সাহায্য নিতে পারি(অনলাইন), কোন সফটওয়ার এর কেরামতি যদি করা যায়, কিন্তু কোন সফটওয়্যারইতো ইনস্টল হয় না ।
মজিলা ব্রাউজার কিভাবে যেন ইনস্টল হল আল্লাহ জানে ।(মানে একবার ইনস্টর করেছিলাম)
আর কোন কিছু ইনস্টল হয় না ।
আমার ধারণা,
কোন ব্যক্তির ভিতরের দিক জানতে পারলেই তার আসল রূপ প্রকাশ পায় ।(এটা আমার কথা)
তাই বলে মনে করবেন না, আমি কোন অসত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হ্যাকিং করতে চাচ্ছি ।
X একটু চমক দিব, এতটুকুই ।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



