কারণ এতে আমরা সবাই নিজেদের মন মত পথে পোষ্ট করি, কেউ প্রশ্ন করে কেউ উত্তর দেয়, কেউ বা বির্তকিত বিষয় উথথাপন করে আর এই বিষয়ে তর্ক হয়ে তার ইতিবাচক ফলাফল বেরিয়ে আসে ।
কিন্তু সেই দিকে ভিকিপিডিয়া অন্য মুখী অথার্ত এখানে শুধু তথ্য ঢুকানোই যাবে আর এতে ব্যক্তির মতামত আসবে না ।
অথার্ত শুধু সার সংক্ষেপই আসবে এবং সেই সাথে কিছু সত্য চাপা পড়ে যাবে । যেমন: ডক্টর ইউনোস নোবেল বিজয়ী তো তিনিই নোবের বিজয়ী আর দোষ গুণ লোপ পাবে, যার সম্বন্ধে গবেষণা ভিকিপিডিয়াতে তা করা যাবে না(যেহেতু কোন ব্যক্তির ব্যাপারে ব্যক্তিগত মতামত দেওয়ার নিয়ম নেই ) ।
আর সেই সাথে তার ব্যাপক কর্মকান্ড ব্লগে যেভাবে তুলে ধরা হয়েছে , তা হয়ত ভিকিপিডিয়াতে নেই ।
আর ব্লগ ভিকিপিডিয়া থেকে কারেন্ট তথ্য দেয় ।এমন কি যে কোন বিষয়েও তা কাজ করে, খেলার খবর, রাজনৈতিক খবর অথার্ত সমপূর্ণ পত্রিকা সেই সাথে পুরনো সংখ্যা নিয়ে যেরকম তথ্য পরিবেশনে সক্ষম সেই কাজই করা সম্ভব।
[গাঢ়] এই বলে বাংলাপিডিয়াকে অবজ্ঞা করছি না, আমরা চাই যে, যে আমারা প্রত্যেক লেখার সার সংক্ষেপ(ব্যক্তিগত মতামত ব্যতীত), ভিকিপিডিয়াতে সংরক্ষণ করা উচিত । [/গাঢ়]
বাংলপিডিয়া হয়ত প্রত্যেক শব্দের অর্থ হতে পারে, সামহোয়ারইন এর পিডিয়া হতে পারে, সর্বমূল তথ্যের জ্ঞান পিপাসু দের কেন্দ্রস্থল এবং সেই সাথে সামহোয়ারইন ব্লগ যেন তাদের কর্মকান্ড ইউনিকোড পর্যন্ত প্রসারিত করে ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



