কাইলকা হারা রাইত ঘুমাই নাই, সক্কাল থাইক্যা মনটা ভার হইয়া রইছে। এই অবস্থায় টেরেণে ঢুলতে ঢুলতে কামে আইছি। একটা ছোড ঝারিও খাইছি, "তুমি হালায় জাইনা শুইনা এমুন কিছু ভুল করো না কিছু কইবার পারি না সইবার পারি"। বিলা মেজাজ লইয়া বাঙলা 5 এর লাহান মুখখান কইরা ফিরা আইছি নিজের কামে।
বলোগে আইছি কতক্ষণ কমেন্ট কমেন্ট খেলুম বইল্যা। হালায় আইয়্যা হুনি গোপী বায়েনের ও বলে মনডা খারাপ! কাহিনী কী, বেবাকতের কী এক লগে মন খারাপের ওলাওঠা লাগছে নি? নীরবে ইট্টুহানি মন খারাপ করুম এইডাও পারুম না? ভাঁড় হালায় আবার একটা দিল ধাক ধাক ও দিছে। কতো কইর্যা কইলাম মামু রয়েসয়ে, তা আমার কতা হুনলেতো।
অহন দেশ ও জাতির এই জাতীয় সমস্যা সমাধানে কেডা আগাইয়া আইবো, কেডা লইবো এই দূর্দিনে মন ভালা করার হাতিয়ার, কেডা হইবো ঘড়সওয়ার, কেডা হইবো কান্ডারী আর কেডাই বা পড়বো হাতে পায়ে ডান্ডা-বেরী??
জাতির বিবেকের কাছে লাখ ট্যাহা দামের এই পরোশনো থুইয়া আইজকার মতো বিদায় লইলাম আমি অভাগা ধুসর গোধূলি।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



