ছুটির দিনেও চারিদিকে ব্যস্ততার ছুটোছুটি দেখা যাচ্ছে । সকল মানুষই কোননা কোন কাজে ব্যস্ত আছে ।
আমাদের বাসার সবাই ঈদের কাজ শুরু করে দিলেও আমি শুরু করিনি ।আমার কাজ শুরু হয় চাদ রাতে । আর মার্কেটিং ,ওটা আমি অর্ধেক করেছি এবং অর্ধেক রেখেছি চাদরাতের জন্য । এতসব কাজের মাঝেও এবার ঈদের আমেজ আমার মধ্যে নেই ।কেন সেকারনটা আমি নিজেই বুঝতে পারছিনা । তা যাই হোক আশেপাশের মানুষদের ঈদ প্রস্তুতি দেখে আমার খুব মজাই লাগছে, বেশ উত্তেজনায় আছি । আর এক বা দুইদিন পর ঈদ ,সে জন্যে আগের মত আমার আনন্দ বোধও হচ্ছেনা । কি জানি ভাই ,এবারের ঈদ বোধহয় সম্পূর্ন Different
(ক্লোজআপহাসি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



