১। এক বড়লোকের বাড়িতে ডাকাত পড়সে।
বাড়িতে মালিক একা ছিল। এ সুযোগে ডাকাতরা তাকে তার পরনের লুঙ্গি দিয়ে বাড়ির বাইরের গোয়াল ঘরে বেঁধে পুরা বাড়ি লুটপাট করে চলে গেল।পাড়া প্রতিবেশী কিসু টের পেলেও কেউ আগানোর সাহস করলনা। ভোরে পড়শীরা উদ্ধার করতে এসে তার বাঁধন খুলে দিল। মুক্ত হবার সাথে সাথে পরিশ্রান্ত, ক্ষিপ্ত মালিক একটা বাঁশ নিয়ে প্রথমেই গোয়াল ঘরে বাঁধা বাছুরকে বেদম পিটাইতে শুরু করে । আর চিৎকার করে বলে - " তোকে সারারাত ধরে বলছি যে আমি তোর মা না"!
২।এক লোকের পাইলস হইসে। রোগি ডাক্তার দেখাতে আসলে ডাক্তার দেখে শুনে ওষুধপত্রের সাথে মলম দেয়। মলমের ব্যাবহারবিধি জানতে চাইলে ডাক্তার প্রথমবার দেখিয়ে দেয়।
বাসায় রাতেরবেলায় লোকটি তার বউকে মলম লাগিয়ে দিতে বলে। তখন তার মনে হয় যে, বউয়ের একটা হাত কাঁধে। কিন্তু ডাক্তার যখন মলম লাগায় তখন তার দুই হাতই কাঁধে ছিল! কিভাবে?
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




