সকালের খবরে দেখছিলাম বেশ কিছু বিমান পরিত্যাক্ত অবস্থায় ঢাকা বিমান বন্দরের হ্যাঙ্গার এরিয়ায় পড়ে আছে । এগুলো আর কখনো উড়বেনা । এগুলোর জন্য টেণ্ডার ডেকেছিল সিভিল এভিয়েশন কিন্তু সাড়া মেলেনি ।এখন এগুলোকে ভাঙ্গারি হিসাবে বিক্রি করা হবে। আমি চমৎকার একটি আইডিয়া দেব । অনেকে মিলে তা করতে পারেন । এগুলোকে কায়দা করে টুকরো করে মানে যতদুর মেইন কেবিন আস্ত রাখা যায় , ডানা কেটে আলাদা করতে হবে , চাকা আলাদা করে , ক্রেন দিয়ে ৪০ ফিট ট্রেলারে উঠিয়ে পূর্বাচল সড়কের পাশে ব্যাক্তিগত বা সরকারী জমিতে রেস্টুরেন্ট বানাতে পারেন । চূড়ান্ত হলে চাকা ও ডানা ঝালাই করে আবার লাগাতে হবে । কয়েকটি প্লেন পাশাপাশি রেখে মাঝে রান্নার ব্যাবস্থা করতে হবে । নতুন বিষয় দারুন চলবে । অনেকেই সমবায় করতে চান , দেখুন এটা ট্রাই করা যায় কিনা । চট্টগ্রাম , কক্সবাজার , সিলেট এলাকায় ভাল চলবে এই রেস্টুরেন্ট । জোয়ারসাহারা নতুন গড়ে ওঠা এলাকা , সেখানেও হতে পারে , হতে পারে আশুলিয়া এলাকায় । এটি জমজমাট ব্যাবসা হবে কিন্তু । খেতে নয় শুধু দেখতে যাবে যাবে প্রচুর লোক । এই দেখতে যাওয়া লোকেদের জন্য পাশেই সস্তার ইকনমি খাবার থাকবে , থাকবে বেঞ্চ আর টেবিল । ভেবে দেখুন ভাঙ্গারি কিনে আন্তর্জাতিক মানের ব্যাবসা করবেন কিনা ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২