আপনি কি মাসিক লক্ষ টাকা বেতনের চাকরী পেতে চান? এই প্রশ্নের উত্তর যদি 'হ্যাঁ' হয়, আপনার প্রতি পরবর্তী প্রশ্ন- 'আপনি কি স্মার্ট ইংরেজি জানেন'? স্মার্ট ইংরেজি! এটা আবার কি!!!
আপনাকে আজ বলি- স্মার্ট ইংরেজি মানে অনর্গল ভাবে ইংরেজি বলে যাওয়া নয়। বরং, স্মার্ট ইংরেজি সেটাই যার মাধ্যমে আপনি ইংরেজিতে প্রশ্নোত্তর করতে পারবেন, অর্থাৎ আপনার প্রতি ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর স্মার্ট ভাবে দিতে পারবেন।
একটু লক্ষ্য করলে দেখা যায়, চাকরীর ইন্টার্ভিউগুলোতে প্রশ্ন করা হয়। যে ক্যান্ডিডেট যত ভালো ভাবে সেই প্রশ্নগুলো'র উত্তর দিতে পারেন, তিনি তত চাকরী পাওয়ার দৌড়ে সামনের দিকে এগিয়ে যান। অথচ, এই 'ভালো' ভাবে উত্তর দেওয়ার ব্যাপারটা অনেকেই পারেন না! ফলে চাকরী পেতেও বেগ পেতে হয়! কেন এমন হয়?
ইন্টার্ভিউ রুমে খুব কম সময় পাওয়া যায় একজন চাকরীপ্রার্থীকে বুঝতে পারার জন্যে। সেজন্যে, ক্যান্ডিডেটদেরকে নিজেদের কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, যাতে তাদের মাঝে কি আছে তা বের করে আনা যায়। আর, তা করতে, দুই একটা এমন প্রশ্ন করা হয় যাতে ইন্টার্ভিউ রুমে চাকরীপ্রার্থী একটা 'ধাক্কা' খান, সেই প্রশ্নে ঘামতে থাকেন। ইংরেজিতে করা এই প্রশ্নগুলো চাকরীপ্রার্থীদের আরও বেশি সমস্যায় ফেলে দেয়।
এমন কয়েকটি প্রশ্ন হচ্ছে- 'What are your strengths', 'What are you good at', 'What are your weaknesses', 'What is your biggest achievement', 'When are you at your best', What qualities would you bring to the team'?
আপনি যদি স্মার্ট ভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারেন, চাকরী আপনাকে খুঁজে নিবে। কিভাবে স্মার্ট ভাবে এই প্রশ্নের উত্তর দিতে হবে? এই নিয়ে প্রশ্ন করুন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।
সবাই ভালো থাকুন নিরন্তর।
.
লেখকঃ
Mohammad Fasih-Ul Islam (Shaiyan),
Techentrepreneur, Leadership Coach,
Writer of 'ম্যাজিক ইন জব হান্টিং'।