এদিকে উইকিপিডিয়া বলছে, বাংলাদেশে প্রায় ৩৮টি জনগোষ্ঠির আলাদা আলাদা মাতৃভাষা প্রচলিত আছে। এবং দেশের আইন অনুসারে ওই জনগোষ্ঠির সবাই বাংলাদেশী। বাংলায় কথা বলা আমার-আপনার যতোটুকু অধিকার নিজ ভাষার ওপর আছে, ঠিক ততোটুকু অধিকারই আইনত তারা দাবী করতে পারেন তাদের ভাষার বিষয়ে এবং বাংলাদেশের সংবিধান তাকে আমার-আপনার তুলনায় একচুল পরিমাণও কম অধিকার দেয় না।
কাজেই, বাংলাদেশে সর্বস্তরে বাংলা প্রচলনের দাবী কি আসলে অবাঙ্গালীদের ওপর সংখ্যাগুরুর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত হয়ে যায় না? দাবীটি কি হওয়া উচিৎ ছিল না- "সর্বস্তরে মাতৃভাষা প্রচলিত হোক" ?
আমার মনে প্রশ্নটি আসলো, এ বিষয়ে অন্যদের মতামত চাইছি।