প্রতিবছর স্মার্টফোনের বাজারে নিত্য নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে বাজার মাত করতে চায় স্যামসাং ও অ্যাপলের মত জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গত কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে চীনের স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান ওয়ান প্লাস। বর্তমানে প্রতিষ্ঠানটির দুইটি ডিভাইস বাজার মাত করছে। একটি হলো ওয়ানপ্লাস ২ এবং ওয়ানপ্লাস এক্স।
অনেক গ্রাহকরা বাজারে গিয়ে কনফিউশনে থাকে কোন ডিভাইসটি কিনবে? ওয়ানপ্লাস ২ নাকি ওয়ানপ্লাস এক্স? গ্রাহকদের সুবিধার জন্য কোন ডিভাইস ভালো এবং কোনটি কি করানে কেনা উচিত তা তুলে ধরা হলো।
ডিজাইন:
ওয়ানপ্লাস এক্স দৈর্ঘ, প্রস্থ এবং পুরুত্ব যথাক্রমে ১৪০*৬৯*৬.৯ মিলিমিটার। এটি ওয়ান প্লাস ২ থেকে পাতলা। ওয়ানপ্লাস ২ এর দৈর্ঘ, প্রস্থ এবং পুরুত্ব যথাক্রমে ১৫১.৮*৭৪.৯*৯.৮৫ মিলিমিটার। ওয়ানপ্লাস এক্স স্মার্টফোনটিতে রয়েছে মেটাল বডি, যা ব্যবহারকারীদের প্রিমিয়ার ফোনের অনুভূতি দিবে। ওয়ানপ্লাস টুতে রয়েছে গ্রীপ।
স্ক্রিন সাইজ:
ওয়ানপ্লাস এক্স স্মার্টফোনের ডিসপ্লের সাইজ হলো ৫ ইঞ্চি এবং যা সহজে এক হাতে ব্যবহার করা যাবে। আপনি যদি ছোট ডিসপ্লের ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাহলে এটি একটা আর্দশ ফোন হতে পারে। অপরদিকে ওয়ান প্লাস ২ স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চি।
স্ক্রিন কোয়ালিটি:
দুইটি ফোনের ডিসপ্লেই আল্ট্রা এইচিডি। ওয়ানপ্লাস এক্স ৪৪১ পিপিআই পিক্সেল এবং ওয়ানপ্লাস ২ হলো ৪০১ পিপিআই পিক্সেল। তুলণা মূলকভাবে দেখা যাচ্ছে ছোট ডিসপ্লের ওয়ানপ্লাস এক্স স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন ভালো
কনফিগারেশন:
প্রসেসরের দিক দিয়ে এগিয়ে আছে ওয়ানপ্লাস টু। এই ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর। অপর দিকে ওয়ানপ্লাস এক্সে রয়েছে ৮০১ স্ন্যাপড্রাগন প্রসেসর। দুইটি ফোনেই রয়েছে ৩ গিগাবাইট র্যাম।
ক্যামেরা:
দুইটি স্মার্টফোনের পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু ক্যামেরার ফিচারের দিক দিয়ে এগিয়ে আছে ওয়ানপ্লাস টু। এতে রয়েছে অটো ফোকাস, ইমেজ স্টেবিলাইজারের মত ফিচার। ওয়ানপ্লাস এক্স এ রয়েছে ৮ মেগাপিক্সে ফ্রন্ট ক্যামেরা।
মূল্য:
ওয়াপ্লাস এক্স স্মার্টফোনের মূল্য হলো ২২ হাজার টাকা এবং ওয়ানপ্লাস টু এর মূল্য হলো ৩০ হাজার টাকা।
ব্যাটারি:
ওয়ানপ্লাস এক্স এ রয়েছে ২ হাজার ৫১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ওয়ানপ্লাস টু তে রয়েছে
সর্বশেষ:
দুইটি স্মার্টফোন দুই দিক দিয়ে সেরা। কেনার সময় কোন স্মার্টফোনটি আপনার পছন্দ সে অনুযায়ী কিনতে পারেন। তবে বড় ডিসপ্লে পছন্দ করলে ওয়ানপ্লাস ২ কিনতে পারেন। এছাড়া সম্পূর্ণ মেটাল বডি পছন্দ হলে ওয়ানপ্লাস এক্স। তবে কেনার ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দই প্রথমে রাখা উচিত।
বাংলাদেশে বিভিন্ন ইকমার্স প্রতিষ্ঠান স্মার্টফোনটি বিক্রি করছে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য kaymu, গ্যাজেট গ্যাং ৭, ডিএক্স জেনারেশন ইত্যাদি উলেখ্যযোগ্য।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭