নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমাকে ভালো ভাবো, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে ভালো। আর যদি খারাপ ভাবো, তবে আমার চেয়ে খারাপ লোক খুব কমই থাকবে।

কামরুজ্জামান রোমেল

কামরুজ্জামান রোমেল › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তনের ছোঁয়া।

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

একটা সময় ছিলো যখন একটা নির্দিষ্ট ফোন নাম্বার সবসময়ই কল লিস্টের প্রথমেই থাকতো। নাম্বারটা খুঁজতে কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে যাওয়ার প্রয়োজন ছিলো না।
.
সেই একই নাম্বার একটা সময় চলে যায় yesterday তে। তারপর চলে যায় আরো পেছনের তারিখে। এভাবে একটা সময় আর ডায়াল, রিসিভ বা মিস কল লিস্টেও নাম্বারটা থাকে না। নাম্বার টা কন্টাক্ট বা ফোন বুকে ঘুমিয়ে থাকে।
.
হঠাৎ হঠাৎ নাম্বারটাতে কল দিতে ইচ্ছে করে। খুঁজে বের করে কল দিবো-কি দিবো না, এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে "না থাক " এটা বলে আর কল দেওয়া হয় না।
স্মৃতি তে ধুলো জমে,,, ঝাপসা হয়ে যায় সব অতীত । মাঝে মাঝে বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠে, একটা হাহাকার জেগে উঠে । নাম্বারটা যে মানুষটার তার ছবি মনে ভেসে উঠে। তখন শুধু জানতে ইচ্ছা করে আচ্ছা মানুষটা এখন কোথায় আছে,, কেমন আছে.?
জীবনের ঘাত--প্রতিঘাতে বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারিনা। তবুও শত অধিকারের অভিমান বুকে চেপে আমরা বেঁচে থাকি। এভাবেই একদিন হারিয়ে যাই ভালবাসার সেই মানুষটি।
শুধু এইটুকুই চাই - ভালো থাকুক প্রিয় মানুষটি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.