| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবশ্রী চক্রবর্ত্তী
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন
অন্তিম দান
দেবশ্রী চক্রবর্ত্তী
আমার ব্যথিত অতীত
হঠাৎই বর্তমান হইয়া ফিরিয়াছে ।
ক্লান্ত নক্ষত্রের মতন
হৃদয়খানি পরিতেছে ঝড়িয়া,
শিশিরের শব্দের মতন
নিষ্ঠুর অথচ নিঃশব্দ সে পতন ।
বাহিরে আলোকসজ্জা
অথচ অন্তরে আজি
নদীর ভাঙ্গনের ক্রন্দন ।
তুমি কি জান তাঁর স্বাদ ?
তাই তো ডাকিতেছি তোমায়
নিয়ে যাও জীবনের আস্বাদ ।
বসন্তের ঝড় পাতার মতন
আমি ঝড়িব যখন,
তোমার চরণ স্পর্শে
ধন্য হইবে আমার খণ্ডিত
হৃদয়খানি,
তারপর মৃত্তিকার বুকের পরে
চিরনিদ্রায় লুটাইয়া রহিব আমি ।
আমার বুকের পরে জমিবে
যে বিচ্ছেদের ঘ্রাণ,
তোমার রঙ্গিন পৃথিবী গড়ার লাগি
সে যে আমারই দান ।
©somewhere in net ltd.