নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

জ্বলে উঠার আগেই তারেক ম্যাজিকের সমাপ্তি?

০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪০



খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তা জিয়া থেকে এসেছে। প্রিয়জনের পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে গিয়ে জনগণ এখন ক্লান্ত। জনগণ এখন ভালোবাসার প্রতিদান চায়। যার থেকে তারা ভালোবাসার প্রতিদান চায় তার ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটাও তারা বুঝতে চায়। একাত্তর বেচে অনেক খেয়েছে দুই পরিবার। এখন আর একাত্তর কিনতে চায় না জনতা। কারণ ভোগান্তি। ভালোবাসার ভোগান্তি তাদের আর সহ্য হচ্ছে না। প্রিয় পরিবারের সদস্যদের মরণে তাদের জানাজায় যেতে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করতে জনগণ রাজি আছে। তবে তাদের অযোগ্যতার ভোগান্তি তারা আর মেনে নিতে রাজি নয়।

এখন শান্তি পেতে রাজাকারকেও ভোট দেয় জনতা। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে সেটা বুঝাগেছে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আমার স্ত্রীর বড় বোনকে বিএনপিকে ভোট দিতে অনেক বুঝালেন আমার স্ত্রী। তিনি কোনভাবেই রাজি হলেন না। তিনি বললেন, এবার ভোট দেব জামায়াতকে। আমাদের জামাইয়ের কথা বলেও তাঁকে বুঝানো গেল না। ক্লাশের ছাত্রদেরকে বিভিন্ন দলের পক্ষে কথা বলতে দিলাম। যাকে বিএনপির পক্ষে কথা বলতে দিলাম সে বলল কি বলব স্যার? এরা ক্ষমতায় গিয়ে সাইন বোড পাল্টায়, কিন্তু সাইবোডের ভিতরের জিনিস আগের মতই থাকে। জনতা এটা বার বার দেখেছে। জনতা চায় দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক এবং তাদের বেকার ছেলে-মেয়েদের চাকুরী হোক। আর সরকারী সেবা পেতে ঘুষ না লাগুক। রাস্তায় চলতে গিয়ে হাঁড়ের জোড়া ঢিল না হোক। এসব না পাওয়ার পর বঙ্গবন্ধু-জিয়া ও একাত্তর চেতনা ইত্যাদি শুনতে আর ভালো লাগে না। অনেকেই বলছে বিএনপি আওয়ামী লীগের মতই হবে। তারা সংস্কারকে না বলে দিয়েছে। যারা সংস্কারকে হ্যাঁ বলতে চায় তারা বিএনপিকে ভোট দিবে কি? এ বিষয়ে আমার মনে খানিকটা সন্দেহ দেখাদিয়েছে।

ভাবুন তারেক জিয়া ভাবুন। আপনার কি প্লান আছে? সেই প্লান জনতাকে না জানালে তারা অন্ধের মত আপনার দলকে ভোট দিবে- সেই দিন মনে হয় শেষ হতে চলেছে। বঞ্চিত জনতা ধিরে ধিরে হাদির মত জ্বলে উঠছে। এ সংখ্যা অনেক বেড়ে গেলে মেরে শেষ করা যাবে না। মারতে গিয়ে হাসিনা পালিয়ে গেলেন। ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, ক্ষমতায় টিকে থাকাও একটা কথা। প্রতিপক্ষকে গালি দিয়ে আজ-কাল কাবু করা যায় না। এখন সৃজনশিলতা লাগবে। আপনার কি সৃজনশিলতা আছে আপনি বলুন, আমারা শুনে আমাদের কান জুড়াই। আপনার মা মন্দের ভালো ছিলেন। জনতা এখন তাঁর চেয়ে ভালো চায়। আপনি কি তাঁর চেয়ে ভালো? আপনি তাঁর চেয়ে ভালো হলেও আপনার চেয়ে অন্য কেউ আরো বেশী ভালো হলে ভোটার সেদিকে ছুটবে। ছাত্রদের আচরণে সেটাই বুঝা যাচ্ছে। আর গণভোটে আপনার ‘না’ ভোট বেছে নেওয়া আপনার ক্ষতির কারণ হতে পারে। কারণ জনগণ এখন সংস্কার চায়। তারা পরির্তন চায়। আমি তো সেই আগের মতই আছি- এগান এখন আর চলে না।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩১

অগ্নিবাবা বলেছেন: এইবার গু খেয়েই দেখবেন, বঞ্চিত কেন হবেন? কেমন স্বাদ ব্লগে জানাইয়েন।

০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য বোধগম্য নয়।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৫

বাকপ্রবাস বলেছেন: বাংলাদেশ একটা বড় রকমের সুযোগ পেয়েছিল দেশকে সাজাবার কিন্তু বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে সেটা হাতছাড়া করল। বড় অন্তরায় ছিল বিএনপি, তারা ২৪কে ধারণ করেনাই।

০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সঠিক বলেছেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৭

রাসেল বলেছেন: বাংলাদেশের শিক্ষা এবং চিকিৎসা খাতে কেন উন্নয়ন হয় না?

০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ সকল ক্ষেত্রে অনুন্নত। আমরা বিশ্বের সাথে তাল মিলাতে পারছি না।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩১

আদিত্য ০১ বলেছেন: সেভেন সিস্টার দখলের জন্য যুদ্ধে না যেতে চাইছিলেন, কই গেছে নাকি। অইখানে একটু পরে যাইয়েন। এখন ন জঙ্গি তৌহিদী জনতা ও বৈষম্য বিরোধী রাজাকাদের নিয়ে হোইট হাউজ আর মস্কোরে জ্বালায়ে পুড়াইয়ে দিয়ে আসেন, একটা ইট যে না থাকে। পকেটে করে নিয়ে আসবেন বাংলায়। সাথে হাদিকে নিয়ে যাবেন, পুতিন আর ট্রাম্প শাউয়া মাউয়া ছিড়ে দিবেন। ৩য় বিশ্বযুদ্ধ না হয় তার একটা শায়েস্তা করে আসেন

০৮ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যটি অশালিন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৮

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: আমার আশেপাশের অনেককেই বলতে শুনি এরশাদ এর শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি আর সর্বশেষ আওয়ামী লীগ এর শাসনও দেখেছি। এইবার একটু জামাতকে সুযোগ দিয়ে দেখি। তাঁদের উদ্দেশ্যে আমার বক্তব্যঃ ভাত ও খেলেন, মুড়িও খেলেন এইবার একটু গু খেয়ে দেখেন।

০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যেটাকে গুভাবছেন তারা সেটাকে গু ভাবছে না। সবার দৃষ্টিভঙ্গি এক রকম না। সম্ভবত আপনি গু-গোবরে বড় হওয়ায় গু বেশী দেখতে পাচ্ছেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি জামাতের কাছে সিট ভিক্ষা চাইতে শফিকুর রহমান কে ডেকেছিলো। জামত বলেছে ২০ সিট দিবে আর জাতীয় সরকারে বিএনপিকে রাখবে ।

আশা করা যায় এবার জামাত সরকার গঠন করবে ।

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপির জয়টাকে আমি নিশ্চিত মনে করেছি। অনেকে জামায়াতের অতীত মনে করাতে চাচ্ছে। অনেকে বলছে জামায়াতের ভোট অনেক বেড়েছে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০২

লুধুয়া বলেছেন: মুসলিম সংখ্যারিষ্ঠ দেশে মদখোর একজন মহিলার জন্য কান্না কাটি করা কি শোভা পাই।

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মদ খাওয়ার কথাকে জনতা অপপ্রচার বলে মনে করে।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: একটা গজল আছে, ''সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা''।

তারেক সাহেব অনেক কষ্ট করেছেন। ১৭ বছর!!! এখন আল্লাহপাক তার দিকে মুখ তুলে চাইছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.