| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোমাঞ্চ কি শেষ হয়ে গ্যাছে,
রক্তে মিশে থাকা লোহিত ভালোবাসা
সান্নিধ্যে থাকা তোমার আমার পৃথিবী
আজ পৃথকভাবে চেনা।
অথচ লিপ্ত কৌতুহল ছিলো ভালবাসায়
রক্তে মিশে থাকা আদিম বীজ
শুভাসিত ফুলের আমন্ত্রণে
সঞ্চিত আজ প্রাণশক্তি রূপে
লালসাময় রসে।
বহুকাল গবেষক হয়ে জড়তার ক্ষুধা-তৃষ্ণায়
ল্যাবরটরীতে অন্ধকারে ভাঙ্গা ঘুমে
দেহের উপর দিয়ে উড়ে গেছে
কত উষ্ণ প্রজাপতি।
ক্ষণিকের চিত্রে ছিলো মোহ-ভালোবাসা
একটু উষ্ণ তুষারপাতে নিশ্চুপ হলো কেন অঙ্গক
তাহলে কেন এই ভালোবাসা— সময়ের অভিনয়।
আন্দোলিত প্রেমে যদি থাকে কালো স্মৃতি
তবে তুলে রাখো ভালোবাসা বৃক্ষের আদিম অক্ষরে।
২|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
নীল কপোট্রন বলেছেন: ভালো লেগেছে।
৩|
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০
তার আর পর নেই… বলেছেন: বৃক্ষের আদিম অক্ষরে! ঠিক বুঝতে পারিনি। তারপরও শেষ দুই লাইনই বেশি ভাল লেগেছে।
৪|
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: তবে তুলে রাখো ভালোবাসা বৃক্ষের আদিম অক্ষরে।
শিরোনাম ও কবিতা অসাম।
++++