| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★মায়ের ইচ্ছা
গত সাত দিন যাবৎ অসুস্থ ছিলাম-
যেদিন জ্ঞান ছিলো সেদিন মা আমার মাথায় পানি ঢাল ছিলো।
আজ খুব ভোরে সজ্ঞান দেখলাম,মা আমার মাথায় জলপটি দিচ্ছে।
আমি মাকে কিছু বলতেই মা বললো,
'আল্লা যেন তোকে আমার কবরে মাটি দেওয়ার সময়
দেয়'।
★অসীম প্রশ্নের উত্তর
সেদিন এক নাস্তিক আমাকে বললো, সৃষ্টিকর্তা নাই।
আমি বললাম, 'আমার মা আছে'।
★আমার মা
বিগব্যাং থিওরীতে জগৎ পিতা— শূন্য থেকে মহাকাল, অন্তত সময়
ধর্মের কলে যাতা আদিপিতা: ঈশ্বর, ভগবান, নাকি আল্লা—
একটু নষ্টামিতে যায় প্রাণ, কাটে কা'ল্লা!
শুধু শাশ্বত এক মাতা— যার কাছে স্বর্গ খুঁজে পায় পতিতা।
ধুলো ঝে'রে তুলে নেয় কোলে,নাইকো নরকের বাহা'না।
অতুলনীয়,অপ্রতিদ্বন্দ্বী আমার মা— নাই আস্তিক-নাস্তিক ভেদাভেদ,
সে আমার মা।
©somewhere in net ltd.