| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ছড়িয়ে পড়েছে আগুন সন্ত্রাস, আজ হবে নতুন নাটকের রিহার্সেল!
আজ জামাতের মহাসমাবেশে 'আংগুল বাঁকা করে ঘি বের করার দিন'। ১৩ তারিখ পতিত আওয়ামী লীগের ঢাকা অবরোধের দিন। দুটোই একই সূত্রে বাঁধা। যারা ঢাকা অবরোধ করবে তারাই আজ জামায়াতের ছদ্মবেশে ঢাকা আসবে বা এসেছে.....
আজকের জামায়াতের তথাকথিত “মহাসমাবেশ” মূলত এক ধরণের রাজনৈতিক স্টেজিং- যেখানে আগামীর অরাজকতা ছড়িয়ে দেওয়ার মহড়া অনুষ্ঠিত হবে। বিষয়টা কাকতালীয় নয়, বরং কৌশলগতভাবে পরিকল্পিত।
১৩ তারিখের আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা অবরোধ” আসলে এই আগুন সন্ত্রাসের পরবর্তী অধ্যায়। যারা আজ জামায়াতের ছদ্মবেশে ঢাকায় প্রবেশ করছে, তারাই ১৩ তারিখ “লীগের ব্যানারে” আগুন আর বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে- তারপর পুরনো কায়দায় দোষ চাপানো হবে বিএনপির ঘাড়ে।
এটা সেই পুরনো রাজনৈতিক স্ক্রিপ্ট, যেখানে ক্ষমতাসীনরা নিজের তৈরি আগুনে পুড়িয়ে আবার “বিরোধী দলের নাশকতা” বলে প্রচারণা চালাবে। এর মাধ্যমে তারা দুইটা লক্ষ্য পূরণ করতে চায়-
(১️) বিএনপিকে সহিংসতার দায়ে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা,
(২️) এবং দেশের অভ্যন্তরে ভয় ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে রাজনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা।
কিন্তু এখন মানুষ আগের মতো অন্ধ নয়। দেশবাসী জানে- যে নাটকের পরিণতি আগে থেকেই লেখা, সেখানে “অভিনেতারা” শুধু মুখোশ বদলায়, চরিত্র নয়।
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৩
জুল ভার্ন বলেছেন: একমত।
২|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২২
আলামিন১০৪ বলেছেন: দেশর গোয়েন্দা বাহিনী কি আঙ্গুল চোষে? আওয়ামীলীগারদের ধরতে আওয়ামী আচরন করতে হবে, ডান্ডা ছাড়া কথা হবে না।
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: গোয়েন্দারা সেই ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লুংগীর তলে যেভাবে জা-শি লুকিয়ে থেকে সন্ত্রাসী কার্যক্রম করেছিলো, বর্তমানেও ওদের যৌথ প্রোজযোনায় সন্ত্রাসী কার্যক্রম করবে। যাতে সাধারণ মানুষের কাছে ওরা তুলে ধরবে জামাতের প্রয়োজনীয়তা।
৩|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ হলো আগুন সন্ত্রাসী। এদেরকে যেকোন মূল্যে রুখতে হবেই।
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: খুব সহজে হবেনা, কারণ, এরা দেশের সর্বত্র বিরাজমান।
৪|
১১ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর বর্তমান যে সকল সন্ত্রাসী কাজকর্ম চলছে
তারা কোথায় যাবে ???
সব ধোঁয়া তুলসী পাতা ???
......................................................................
সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করেনা,
যার যার হিসাব,
দিতে হবে কড়া গন্ডায় !
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: সন্ত্রাসী কার্যক্রম একচেটিয়া ভাবে আওয়ামী লীগ এবং তাদের ভেতরে জা-শি ঢুকে তারাও সন্ত্রাসের দীক্ষা নিয়েছে।
অবশ্যই জনগণের আদালতে হিসাব দিতেই হবে।
৫|
১২ ই নভেম্বর, ২০২৫ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাই ।
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭
জুল ভার্ন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৭
নতুন নকিব বলেছেন:
আগুন সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।