| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ধ গণতন্ত্র
কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ
আমি যখন নাভিশ্বাস কষ্ট পায়
পাতকী প্লাবিত
তখন আমাকে ভবুথুবু করে হাটায়
দংশন করে ধ্বংসের প্রতীক
বুকের ভিতর অশ্বের
উত্তেজনা পাথরে তৈরি খুরের ।
•
কষ্টের সিংহগর্জন
শিবিরাগ্নির মত জ্বলছে
আমার চারপাশে ।
•
আমি নদীর মত রঞ্জিত করছি লোহিত কম্বল
আমার প্রতিযোগিতার চাকা
ঘুড়ছে ভয়ঙ্কর ঘূর্ণিমানে
ইজারদার দিয়ে যাচ্ছে ।
আমার শ্রূতিময় লালীত ভূ-ভাগে
লৌহ কুঠারের শব্দ
আমি বারবার কেঁদে উঠি
মাটিতে কৃপাণ রেখে
রক্ত প্রতারিত স্বপ্ন দেখি
আমার হাতের তালুর গন্ধ নিয়ে
উল্লাসিত দুঃখের ধৈর্য্য কাতরায়
আমি যখন-
শেষচিহ্নের রক্ত শোষণ করি
মনে পড়ে বারবার তখন
পিরুসের বিজয় ।
• ১৩/০৬/৯২ইং
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
গেম চেঞ্জার বলেছেন: চমৎকার শব্দসমন্বয়। পিরুস বলতে সেই রাজার কথা নাকি যিনি গ্রিকদের সাহায্য করেছিলেন?
(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)
৩|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
গেম চেঞ্জার বলেছেন: গন্ধ ভাইদাদা........
কই গেলেন আপনে? ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
কল্লোল পথিক বলেছেন: কষ্টের সিংহগর্জন
শিবিরাগ্নির মত জ্বলছে
আমার চারপাশে ।
চমৎকার কবিতা।