| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং এর শুরূর দিকের উত্তেজনা খুব মিস করি। ব্লগার স্বাতু মামার সাথে ক্যাচাল দিয়া শুরূ। মুগ্ধ হয়ে পড়তাম সবাকএর কবিতা। চিকনা ভাই রে বস মানি। খুব ভাল লাগতো শক্তিশালী লেখিকা এবং প্রতিবাদী ব্লগার মানবী, রাগ ইমন, আইরিন সুলতানাদের লেখা।সবার প্রিয় ছিলেন শায়মা,জুন, দীপান্বিতা,জেরী,অপ্সরা। আরিয়ানার লেখা খুব মনোযোগ দিয়ে পড়তাম ![]()
সমসাময়িক ব্লগার ছিলেনআরিফ থেকে আনা আর ইউনুস খান।কষ্ট পেয়েছি দুই প্রিয় ব্লগার ইমন জুবায়ের আর রাজামশাইএর অকাল মৃত্যুতে। রহস্যময় ছিলেন ব্লগার কৌশিক; ২ মিনিটের জন্য গ্রীন রোড সিগনালের সামনে দেখা হয়েছিলো উনার (ড্যাম স্মার্ট লোক) সাথে,জাস্ট বলেছিলাম সা.ইনে ব্লগিং করি
মুগ্ধ হয়ে পড়তাম ফিউশন ফাইভ,বিডি আইডল,রাগিব এর ব্লগ
ভীষন হিংসে হত নাফিস ইফতেখারকে! হাসতে হাসতে গড়াগড়ি খেতাম মহাকবি মাইকেল মেহেদীর কবিতা পড়ে
প্রণব আচার্য্যর কবিতা আর আরিফুরেরত্যাড়ামী (ঘনাদা) ভালই লাগতো -- বিষাক্ত মানব(বিমার লিংকু কই!)আর হাসিব কে ভালো লাগতো কিন্তু একজন স্বঘোষিত পর্ন ব্যাবসায়ীর(সেলিব্রেটী ব্লগার)সাথে মতপার্থক্যের জেরে হয়েছিলাম চক্ষুশূল ! লুল ভাইয়েরকবিতা ছিলো অসাধারন
প্রতিভাবান ব্লগার ছিলেন বৃত্তবন্দী,ডটুভাই আর অন্যমনস্ক শরৎ; মাশাল্লাহ খিটিমিটি লেগেই থাকতো
আমার অসম্ভব ভাল লাগার ব্লগার ছিলেন শান্তির দেবদূত,শেরিফ আল সায়ার,হাসান মাহবুব এবং একরামুল হক শামীম
অনলাইনে আর অফলাইনে যেখানেই থাকুন ব্লগ পরিবারের সবাই ভালো থাকুন......
২|
০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৪
রাঙা মীয়া বলেছেন: ধন্যবাদ। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
![]()
৩|
০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৬
গেম চেঞ্জার বলেছেন: ঘটনা হইলো, এই টাইপ পোস্ট এত ছোটো হয় না। এইটা এতনা ছুডু ক্যা? ![]()
০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৯
রাঙা মীয়া বলেছেন: শর্ট টাইমে কিন্চিৎ আবেগতাড়িত হয়ে লেখা রে ভাইয়্যো ! ![]()
৪|
০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৭
রাফা বলেছেন: বাহ্ সবাইকে দেখছি মনে রেখেছেন।সেই সময় আর কখনই ফিরবেনা এই ব্লগে।কিন্তু আপনাকেই মনে নেই কেনো বুঝতে পারছিনা।
আপনি কি রাঙা মিয়া নামেই ছিলেন নাকি প্রথম থেকে?
০৩ রা মে, ২০১৬ রাত ১:৪০
রাঙা মীয়া বলেছেন:
এই নামেই ছিলাম তয় নাম আরো দুই-একখান ছিলো আর কি !
কেমন আছেন আপনি ?
৫|
০৩ রা মে, ২০১৬ রাত ১:৪৬
পাউডার বলেছেন: রাঙ্গার নিক রাঙ্গারি ভাল লাগে! ![]()
০৩ রা মে, ২০১৬ রাত ১:৪৮
রাঙা মীয়া বলেছেন: বস সেলাম
সবকিছু ভালা তো ? একখান কোবতের আবদার রহিলো ![]()
৬|
০৩ রা মে, ২০১৬ রাত ২:০০
চাঁদগাজী বলেছেন:
সেইসব ব্লগারেরা কি অন্য নিকে আছেন?
আমরা সেই ' ওল্ডি গোল্ডি 'দের পাইনি; জীবন প্রবাহমান।
০৩ রা মে, ২০১৬ রাত ২:০৪
রাঙা মীয়া বলেছেন: হুমমম ! অনেকেই অন্য নিকে আছেন আবার অনেকেই অফলাইনে ব্রাউজ করে থাকেন
গোল্ডিরা হয়তো আমাদের ভেতরেই আছেন ![]()
৭|
০৩ রা মে, ২০১৬ রাত ২:০০
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল লিখাটি । আপনার অসম্ভব ভাললাগা ব্লগার শান্তির দুতের এক টাকাও এ ফাকে ঘুরে এলাম । অনেক ধন্যবাদ এত তথ্যবহল একটি লিখা অতি স্বল্প অবয়বে প্রকাশ করার জন্য , নি:সন্দেহে এটা লিখার জগতেএক বিষেষ মুনশিয়ানা ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৪৬
রাঙা মীয়া বলেছেন: আপনি অনেক বাড়িয়ে বলেছেন
এখানে অনেক ব্লগার আছেন যাদের লেখনী অনেক শক্তিশালী ... আমি তো এদের কাছে নস্যিকনা
আপনাকে অসংখ্য ধন্যবাদ
৮|
০৩ রা মে, ২০১৬ রাত ২:০৭
হাসান মাহবুব বলেছেন: আপনি দেখি গভীর জলের মাছ ![]()
০৩ রা মে, ২০১৬ সকাল ৯:৩৪
রাঙা মীয়া বলেছেন: এ ভাই ! এগুলি কি কচ্ছেন ![]()
৯|
০৩ রা মে, ২০১৬ সকাল ৮:৫৫
সুমন কর বলেছেন: আপনার প্রিয় নামগুলো দেখে ভাল লাগল। ভাল থাকুন।
০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫০
রাঙা মীয়া বলেছেন: আসলে এরা সবাই খুব শক্তিশালী ব্লগার। আরো অনেকেই আছেন।
১০|
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল আপনার প্রিয় নামগুলি দেখে। ধন্যবাদ
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
রাঙা মীয়া বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে ![]()
১১|
০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:১২
হুকুম আলী বলেছেন: আমি নতুন ব্লগার। পুরান হইলে আমার নামটাও যোগ করে দিয়েন।
০৩ রা মে, ২০১৬ রাত ১১:০৫
রাঙা মীয়া বলেছেন: সেইটাতো অবশ্যই
নতুন ব্লগিং এর মজাই অন্যরকম ![]()
১২|
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ধন্যবাদ। আগে কি সুন্দর দিন কাটাইতেন? !
০৩ রা মে, ২০১৬ রাত ১১:০৯
রাঙা মীয়া বলেছেন: ভার্চুয়াল মুক্তিযোদ্ধা আর ছাগু নিধন
আস্তিক- নাস্তিক আর কাউন্টার পোস্ট তো ছিলই ![]()
১৩|
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এত বুইড়া ব্লগার আপনে বাট এ বছর থেকে সন্তান উৎপাদন শুরু করসেন।
শেম!শেম!
নাকি আগের সন্তানাদি সব ড্রাফট করসিলেন? ![]()
০৩ রা মে, ২০১৬ রাত ১১:১৩
রাঙা মীয়া বলেছেন: পোস্ট তো অনেকই ছিলো
অনাকাঙ্খিত এক পরিবেশে সব পোস্ট ড্রাফট করেছিলাম। পরে ওগুলো আর পাই নি
হয়তো অসাবধানত বশে মুছে ফেলেছি ![]()
১৪|
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
বাবুনগরী বইলছি বলেছেন: ফর্ণ ব্যবসায়ী কে? সে তো জাহান্নামের আগুনে ড়োষ্ট হভে। বলেন সুবহানাল্লাহ।
০৩ রা মে, ২০১৬ রাত ১১:১৬
রাঙা মীয়া বলেছেন: আশ্রম মামা
সে এক ন্যাক্কারজনক ইতিহাস
এই লিংক থেকে বুঝে নিন
১৫|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:১৬
মুসাফির নামা বলেছেন: ভাই,হাসান মাহবুব ভাই ছাড়া আর কাউকে চিনি না,ফিরে আসলে হয়তো অনেক কিছু জানতে পারতাম।
০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২৪
রাঙা মীয়া বলেছেন: পোস্ট করেছি: ৫২টি
মন্তব্য করেছি: ১৩৬০টি
মন্তব্য পেয়েছি: ১১১২টি
ব্লগ লিখেছি: ৩ মাস ৪ দিন
অনুসরণ করছি: ১৬ জন
অনুসরণ করছে: ৩৭ জন
====================
![]()
১৬|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২১
রাঙা মীয়া বলেছেন: এখানে বিস্তারিত পাবেন সাদাকে সাদা,আর কালোকে কালোই বলবো @ বাবুনগরী
১৭|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৩১
মুসাফির নামা বলেছেন: ভাই, আমি যে বাচ্চা সেটাই তুলে ধরলেন।আজ যে শিশু,কাল হতে পারে সে বড় মাস্তান।
০৪ ঠা মে, ২০১৬ রাত ১:২০
রাঙা মীয়া বলেছেন: কমেন্টে হাত এত অল্প সময়ে পাকা হয় ক্যামনে ? আমারে বুঝান তো
১৮|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৫৬
মানবী বলেছেন: এটা আত্মকথা?
ভেবেছিলাম ব্লগে নিজের লেখাগুলো নিয়ে কোন বিস্তারিত পোস্ট!!!
আপনার স্মৃতিচারন ভালো লাগলো। ফিরে আসুক সব পুরনো ব্লগাররা যাঁদের পদচারনা এক সময় সমৃদ্ধ করেছিলো এই সাইটটিকে।
ওয়েলকাম ব্যাক রাঙা মীয়া :-)
০৪ ঠা মে, ২০১৬ রাত ১:২৫
রাঙা মীয়া বলেছেন: কিছুটা আবেগতাড়িত হয়ে ....
আপনার লেখা যত পড়বো লেখনীর আইডিয়া আরো শক্তিশালী হবে । একদিন লিখবো নিশ্চয়ই
১৯|
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
লেখক বলেছেন: পোস্ট তো অনেকই ছিলো
অনাকাঙ্খিত এক পরিবেশে সব পোস্ট ড্রাফট করেছিলাম। পরে ওগুলো আর পাই নি
হয়তো অসাবধানত বশে মুছে ফেলেছি /![]()
অসাবধানতার বশে লেখা মুছে যায়নি।আপনি ইচ্ছা করেই মুছছেন। ইশশ!!! পোস্টগুলো থাকলে সেই সময়ের ব্লগের অবস্থাটা জানা যেত।
যাক যা চলে গেছে তানিয়ে দু:খ করে লাভ নেই।
নতুন করে শুরু হোক পথচলা................. ![]()
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৩১
রাঙা মীয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে বঙ্গভূমির রঙ্গমেলায়। ভালো থাকুন ![]()
২০|
০৬ ই মে, ২০১৬ সকাল ৮:০০
শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়ামনি!
আমার আরেকটা নাম কিন্তু অপ্সরা!![]()
০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৪
রাঙা মীয়া বলেছেন: ও আচ্ছা
দারূন একটা তথ্য জানা হল .... ![]()
২১|
০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি ভাল থাকুন মাঝে মাঝে আমাদের ব্লগে বেড়িয়ে আসবেআমন্ত্রণ রইল
০৬ ই মে, ২০১৬ রাত ১০:৪৯
রাঙা মীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কাজী ফাতেমা। সানন্দে আমন্ত্রন গ্রহন করা হল ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৩
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: দারুন ভাই