নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বিয়ার আমি খ্যাতা পুরি !!

২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:১৩



আমি কিছুটা সময় সাইরার দিকে তাকিয়ে রইলাম । বুঝতে পারতেছি আমার রাগ উঠতেছে ! আমি চাচ্ছি না যেন আমার রাগটা না উঠে ! কারন পরিসংখ্যান বলে রাগ উঠলে আমার মাথায় ঠিক মত কাজ করে না । আমার এই রেকর্ডও আছে যে রাগের মাথায় আমি আমার বেশ কিছু বান্ধবীদের কে থাপ্পর মেড়েছি ! এই রাগের জন্য আমার প্রথম গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে ! আর এখন যদি রাগের জন্য আমার বিয়েটাও ভেঙ্গে যায় তাহলে কেমন করে হবে !

কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন !! কিন্তু এই মেয়ের উপর তো রাগটা ঠিক মত কন্ট্রল করা যাচ্ছে না !

আমি তবুও মাথাটা যথা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করলাম । বললাম

-কি বললে তুমি ? আবার বল ?

সাইরা বলল

-তুমি ঐ মেয়েটার দিকে তাকিয়েছ কেন ?

-কোন মেয়েটার দিকে ?

-আ হা ! এখন বলছো আবার কোন মেয়েটার দিকে ? তুমি খুব ভাল করেই জানো কোন মেয়েটার দিকে ! ঐ যে তোমার ডান পাশের কালো টপস আর জিনস পরা !

এবার আমি তাকালাম মেয়েটার দিকে । সত্যি সত্যি এই প্রথম বার মেয়েটার দিকে তাকালাম ।

ভালই তো !

সাইরা বলল

-এই তো আবার কেন তাকালে ? আমি তো তোমাদের ছেলেদের কে খুব ভাল করেই চিনি । সুযোগ পেলেই হল !

আমার মেজাজ টা আর একটু খারাপ হল । খানিকটা মেজাজ নিয়েই বললাম

-তাকিয়েছি । ভাল । তো কি হয়েছে ?

সাইরা যেন আকাশ থেকে পড়ল ।

-কি হয়েছে মানে ? আমি তোমার সাথে রয়েছি তার পরেও তুমি অন্য মেয়ের দিকে তাকাবে কেন?

-কেন তাকাব না ? তুমি আমাকে বল কেন তাকাবো না ? তুমি যখন আমার সাথে থাকো তখন কি অন্য ছেলের দিকে তাকাও না । নাকি চোখ বন্ধ করে থাকো ?

এমন সময় ওয়েটার এসে হাজির । আমাকে বলল

-স্যার কি খাবেন ?

আমি ওয়েটারের দিকে তাকালাম । সাইরাও তাকালো !

-তুমি পরে আসো !

-জি আচ্ছা !

ওয়েটার চলে গেল । ওয়েটার চলে যেতেই সাইরা কে বললাম

-তুমি ওয়েটার দিকে কেন তাকালে ?

সাইরা এবার সত্যি অবাক হয়ে তাকিয়ে রইলো আমার দিকে । আমি যে এমন একটা কথা বলতে পারি এটা সাইরা ভাবতেই পারে নি !

-কি বললে তুমি ?

-তুমি ঠিক ই শুনেছ ! ওয়েটার দিকে কেন তাকালে ?

আমার দিকে আগুন দৃষ্টিতে কিছুক্ষন তাকিয়ে থেকে সাইরা বলল

-ছিঃ ! তোমার রুচি এতো নিচ ! আমি ভাবতেই পারি নি । আমি এই জন্য তোমাকে পছন্দ করতে চাই নি । কবল বাবা বলেছিল বলে ! আর তুমি বাবার বন্ধুর ছেলে বলে ! তা না হলে তোমার থেকে আরো হাজার গুন ভাল ছেলের সাথে আমি এঙ্গেইজমেন্ট করতাম । কত ছেলে আমার পরছনে ঘুরে

-খুবই ভল কথা । যাও সেই সমস্ত ভাল ছেলের কাছে যাও !

আমি উঠে চলে এলাম । এই মেয়ের সাথে আর একটু বেশিক্ষন থাকলে আমার মেজাজ ধরে রাখা কষ্টকর হয়ে যাবে !

কি চমচৎকার কথা !

আম যদি অন্য মেয়ের দিকে তাকাই তাহলে সেটার কৈফৎ আমাকে তার কাছে দিতে হবে ?

কেন দিব ?

তোর সাথে বিয়ে হচ্ছে বলে ??

তোর বিয়ের আমি খ্যাতা পুরি !!



আসলে পল্টু ভাই ঠিকই বলেছিল ।

-বৎস ! বিবাহ করিবে ঠিক আছে ।

কিন্তু বিবাহের জন্য যে কোন একটি গুন বিচার করিবে !

হয় সুন্দরী নারী অথবা ধনবান পিতার কন্যা !

আমি বলললাম

- ভাই আমি যদি ধনবান পিতার সুন্দরী কন্যা খুজি !

পল্টু ভাই আমার দিকে তাকিয়ে বলল

-তাহলে তুমি তাহার স্বামী হইবে না হইবে তাহার পালতু কুকুর !!

কথাটা আসলেই সত্যি ! আমি পালতু কুকুরই হয়ে যাচ্ছিলাম । আল্লাহ বাচিয়েছে ।

বাসায় আসতে না আসতেই মা বলল

-সাইরা ফোন করেছিল ।

আমার মেজাজ এমনিতেই খারাপ ছিল । তার উপর আসটে না আসতেই ই ফাজিল মেয়েটার কথা শুনে আরও খানিকটা মেজাজ খারাপ হয়ে গেল !

-তো আমি কি করবো ? নাচবো ?

মা বলল

-তোদের মধ্যে কিছু হয়েছে । ও বলল নাকি এঙ্গেইজমেন্ট টা অফ রাখতে !

আমি মার দিকে তাকিয়ে শান্ত কন্ঠ বললাম

-তুমি কি চাও ? তোমার ছেলে পলতু কুকুর হয়ে যাক ?

আমার মা বোধ হয় আমার কথা ঠিক মত বুঝতে পারলো না । কেবল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো !

আমি বললাম

-ঐ মেয়েকে আমি বিয়ে করবো না । বিয়ের আগেই ঐ মেয়ে আমাকে যে ভাবে শাসন করা শুরু করেছে না জানি বিয়ে হলে কি করবে ! তুমি বাবা কে বল আমি ঐ মেয়েকে বিয়ে করবো না !

মা আর কিছু বলল না । বিরস মুখে চলে গেল !



সাইরার সাথে আামর পরিচয় অনেক দিনের । তবে ঐ ভাবে ঠিক কখনও ভাবিনি ! আব্বার বন্ধু মেয়ে তাই চিনতাম ! মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো ! তবে কথা হয়েছে খুবই কম ! ইতুর সাথে কথা বলত !

ইতু আমার ছোট বোন !

চাকরী পাওয়ার পর থেকে লক্ষ্য করলাম যে সাইরার এ বাড়িতে আসা যাওয়া যেন একটু বেড়ে গেছে ! আমি প্রথমে কিছু বুঝতাম না । আসলে বোঝার কোন দরকার ছিল না !

কিন্তু একদিন ঠিকই বুঝতে পারলাম যে আসার কারন কি ?

আমার মা যখন আমাকে সাইরার কথা বলল আমি একটু অবাক হলাম ।

মেয়েটা এমনিতেই একটু স্টাইলিস তার উপর বড়লোক বাপের মেয়ে ! এই টাইপের মেয়ে আমার মত ছেলেদের খুব একটা পছন্দ করে না । তাহলে এই মেয়ে কেন আমার সাথে বিয়েতে রাজি হল ?

কে জানে ?

মেয়েদের মাথায় কখন কি আসে !

আমি রাজি হয়ে গেলাম ! আর না রাজি হবার কোন কারনও অবশ্য ছিল না ! সব ছেলেদের মনে মধ্যে একটা স্বপ্ন থাকে সাইরার মত একটা বউ পাওয়ার ! আমার মনেও ছিল !

সাইরার সাথে যখন পারিবারিক ভাবে কথা বার্তা চলতে লাগলো আমিও বললাম খারাপ কি ?

সাইরার সাথে মেলামেশা বাড়তে লাগলো । আমরা এদিক ওদিক বেড়াতে যেতাম ফোনে কথা বলতাম ! ভালই লাগতো !

প্রথম প্রথম ভালই চলছিল ! কিন্তু আস্তে সাইরার ডোমিনেটিং ভাবটা টের পেতে লাগলাম ! সে আমাকে প্রায় বুঝানোর চেষ্টা করত যে সে সব দিক দিয়ে আমার থেকে পারফেক্ত ! তাই তার সব কথা আমাকে শুনতে হবে ! তার কথা মত চলতে হবে ! সব কিছুর আগে তাকে প্রধান্য দিতে হবে !

আমি প্রথম প্রথম ব্যাপারটা আমলে নেওয়া চেষ্টা করতাম না ! কিন্তু এক সময় ব্যাপার টা খুব প্রকট আকার ধারন করা শুরু করলো যে আমি খানিকটা বিরক্ত হয়ে উঠলাম ।

ব্যাপার আমি প্রথম বুঝতে পারি একদিন রাতে !

আমি আমার বন্ধু সাথে কথা বলছিলাম ! এমন সময় সাইরা ফোন দিল ! আমি মনে করলাম যে বন্ধুর সাথে কথা বলি তারপর ওকে ফোন দিবো ! ধশ পনের মিনিট পরে ফোন দিলাম সাইরা কে !

-কার সাথে কথা বলছিলা ?

আমি সাইরার গলার স্বর শুনে একটু অবাকই হলাম ! সাইরার গলায় স্পষ্ট কর্তৃত্বের সুর !

-মানে ?

-তুমি এতো রাতে কার কাছে কথা বলছিলা ? আমি ফোন দিলাল তারপরও তুমি কথা বলছিলা !

আমি বললাম

-দেখ ! আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম !

-বন্ধু না কি বান্ধবী ?

আমি সাইরার কথায় অবাক না হয়ে পারলাম না !

বললাম

-বান্ধবীর সাথে কথা বললেই বা কি ? কোন সমস্যা আছে কি ?

-কি বললে তুমি ? কোন সমস্যা নাই ?শোন আমার সাথে এসব চলবে না !

-কোন সব চলবে না ?

-যা তুমি করছো ! রাত রাত ভরে তোমার অন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আমি একদম সহ্য করবো না !

আমি মেজাজটা খানিকটা খারাপ হল । আমি আর কথা না বলে ফোন রেখে দিলাম ! কথা বললেই আমার মেজাজ আরো খারাপ হবে !

আমি পারলে ঐদিন সাইরার সাথে সব কিছু শেষ করে দেই । কিন্তু আমাদের পরিবার এর ভিতরে জড়িত ছিল তাই হুট করে কিছু করা যাচ্ছিল না !

আমি দিনদিন সাইরার এসব জ্বালাতন সহ্য করছিলাম । কিন্তু আর না !

আর সহ্যের একটা সীমা থাকে তো !

সব জাহান্নামে থাকুক !!



রাতের বেলা বাবা ব্যাপার টা জানতে চাইলেন ! আমি বাবাকে সব কিছু বললাম । বললাম যে সাইরা কে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না । কারন টাও ব্যাখ্যা করলাম !

বাবা খানিকটা অসন্তুষ্ট হলেও কিছু বললেন না । আসলে বাবা কোনদিন আমার উপর কোন কিছু চাপিয়ে দেই নি ! আমি মোটামুটি সব কিছু সবকিছুতেই স্বাধীনতা পেয়েছি ! আর এটা তো আমার জীবনের কথা !



তারপর থেকে দিন ভালই কাটতে লাগলো ! সাইরার খবরদারী ছিল না ! এটা ভাল লাগছিল ! এটো দিন ওর জন্য আমি ঠিক মত ফুচকাও খেতে পারতাম না ।

ওর কথা মত ফুচকা হল একটা অখাদ্য ! রাস্তার পাশে দাড়িয়ে খেতে হয় ! জার্ম খেতে হয় ! আমার একটা ছুটির দিনও আমি শান্তি মত কোথাও যেতে পারি নি ! তার পছন্দ কাচে ঘেরা দোকান ! আমেরিকান বার্গর কেএফসি অথবা বিএসছি !

জীবনটা একে বারে ছাড়া ছাড়া হয়ে গেছিল !

অনেকদিন পর আজ ভার্সিটি এলাকায় আসলাম । আজিজ মামা ফুচকা না খেলে কি হয় ! পুরো জীবন বৃথা !!

এই ফাজিল মেয়েটার জন্য এই জিনিস আমি খেতে পারি নি ! আজ শান্তি মত কাহবো !



আমি সবে মাত্র একটা ফুচকা মুখে নিয়েছি ঠিক তখন আমি একটা অদ্ভুদ দৃশ্য দেখলাম । সাইরা কে দেখলাম এদিকে আসতে ! প্রথমে মনে হল হয়তো ভুল দেখছি !

নাহ ভুলই দেখছি ! সাইরা প্রাইভেটে পড়ছে ! নর্থসাউথে ! এখানে আসার কোন মানেই নেই ! আর এই এলাকা ওর পছন্দও না !

এ নিশ্চই অন্য কেউ ! সাইরার মত কেউ হবে হয়তো ! চশমা পরি নি তাই মনে হয় এমন মনে হচ্ছে ।

চশমাটা পরবো নাকি?

তারপর মনে হল কি দরকার ?

কাল মা বলছিল যে বাবা নাকি সাইরার বাবার সাথে কথা বলেছে ! আমি যে বিয়ে করতে চাইছি না এটা জানিয়ে দিয়েছে । সুতরাং আমার এটা নিয়ে ভাবার কোন দরকার নাই ! সাইরা হোক বা না হোক ! আমার কি !

হু কেয়ারস ম্যান !!

আমি এখন আমার ইচ্ছা মত কাজ করবো ! কারো দিকে দেখার টাইম নাই !!

আমি আর একটা ফুচকা মুখে দিলাম !

আহা ! কি মজা !!

সাইরার মত মেয়েটা ফুচকার অর্ডার দিল !

আমি নিশ্চিত হয়ে গেলাম যে সাইরা হতেই পারে না ! সাইরা বাইরের এরকম খোলা জায়গার খাবার কখনও খায় না !

এই মেয়েটা সাইরা হবার প্রশ্নই আসে না !

আরে না হোক !

কি যায় আসে !!

ফুচকা নিয়ে মেয়েটা আমার থেকে একটু দুরেই বসলো ! কিছু সময় যাওয়ার পরেও মেয়েটা যখন একটা ফুচকা মুখে দিল না তখন আমার মনে একটু সন্দেহ দেখা দিল ! মেয়েটা যেন খানিকটা ইতস্তঃ করছে ! আমার মনে এবার একটু কৌতুহল হলই !



আমি এতো ক্ষন ভাল করে দেখি নি ! এবার চশমাটা পরে তাকালাম মেয়েটার দিকে ! সত্য কথা বলতে কি আমার মন ছিল অন্যদিকে ! তাই সাইরা কে আমি ভাল করে চিনতে পারি নি ! আর সাইরার এদিকে আসার কোন সম্ভাবনাই ছিল না । কিন্তু এতো সাইরাই ! এখানে কি করছে !?

আশ্চার্য ব্যাপার !!



যতই বিয়ে না হোক ! আমার পরিচিত আর তার উপর মেয়েটার সাথে ভালই সময় কাটিয়েছি ! এখন এরকম জায়গায় দেখা ! কথা না বললে কেমন হয় ?

আমি নিজেই সাইরার দিকে এগিয়ে গেলাম ! বসলাম ওর পাশে !

একটা ফুচকা মুখে দিতে দিতে বললাম

-এখানে ?

সাইরা আমার দিকে কিছুক্ষন তাকিয়ে বলল

-এমনি !

আজ ওর কন্ঠস্বর বেশ নমনীয় !

আহা ! সব সময় যদি এমন হত ! ভালহত ! মেয়েটা এমনিতে খারাপ না শুধু ঐ কর্তৃত্বের ভাব টা না থাকলেই হত !!

আমি খানিক টা অবাক হয়ে বললাম

-তুমি ফুচকা খাচ্ছ? আশ্চার্য !!

সাইরা আমার দিকে আবারও কিছুক্ষন তাকিয়ে রইলো ! ওর চোখে কেমন একটা বিষন্নতা দেখলাম ! সাইরা বলল

-তুমি তো তাই চাইতে !

আমি আরো বেশি অবাক হলাম ! সাইরার কন্ঠে একটু যেন অভিমান ?

সত্যি কি ?

কিন্তু কেন ?

আশ্চার্য !!

-আমি কখনও চাই নি ? আমি কখনও বলি যে তুমি ফুচকা খাও ! ওটা আমার পছন্দ ছিল ! আমি কখনও আমার পছন্দ তোমার উপর চাপিয়ে দেই নি !

-তাহলে কি আমি দিয়েছি ?

বাব্বা !!!

কন্ঠে এতো অভিমান ?

কিন্তু কেন ?

বিয়ে তো ভেঙ্গে গেছে !! এখন এসব করে কি লাভ ?

আর ও এমন টা কেনই বা করছে ?

আমি বললাম

-এখন আমি মিথ্যা কথা বলটে চাই না !

আমি হাসলাম ! আমি খুব একটা কেয়ার করি না ! কি দরকার !! আবার বললাম

-ফুচকা খাও ! ভাল লাগবে !

আমি লক্ষ্য করলাম সাইরা কাঁদছে !

সেকি !!

কেন?

-তুমি এতো সহজে ব্রেকআপ করে ফেললে !

আমি যেন আকাশ থেকে পড়লাম ! বললাম

-আমি ব্রেক করেছি ! আমি?? সেদিন তুমি কি বলেছিলে মনে আছে ? আমার থেকে আরো হাজার টা ভাল আর হ্যান্ডসাম ছেলে....।

-ওটা তো আমি রাগের মাথায় বলেছি !

-আর কি কারনে তুমি রেগেছিলে মনে আছে? আশ্চার্য এক কারন ! আমি নাকি কার না কার দিকে তাকিয়েছি ! শোন সাইরা তোমার সাথে আছি তার মানে এই নয় যে আমার জীবনে আর কিছু নাই আমার চারপাশে আরো অনেক কিছু আছে !

-তাই বলে তুমি অন্য মেয়ের দিকে তাকাবে !

-তাকালে কি হবে শুনি !! কি হবে ? আমাকে ব্যাখ্যা কর ! যদি আমার ট্রাষ্টই না থাকে তাহলে এসবের কি দরকার !

-আমি ট্রাষ্ট করি তো ! আমি ঐ সময়ে রেগে গিয়েছিলাম ! এই জন্য যা মুখে এসেছে বলেছি ! তারউপর তুমি আবার ঐ ওয়েটারের কথা বলে আমাকে আরো রাগিয়ে দিয়েছিলে !!

আমি একটু চুপ করলাম ! আসলেই ঐ ওয়েটারে কথা বলা বলা মনে হয় হটিক হয় নি ! যে কেউ রেগে যেতে পারে !

সাইরা বলল

-আমি ভেবেছিলাম তুমি বিকালে এসে আমাকে মানাবে ! আমার রাগ ভাঙ্গাবে ! কিন্তু তুমি কি করলে ?

আমি খানিক অবাক হয়ে লক্ষ্য করলাম সাইরা আসলেই কাঁদছে ! বেশ ভাল ভাবেই কাঁদছে ! চারিপাশের লোকজন কেমন করে যেন তাকাচ্ছে !আমি ব্যস্ত হয়ে বললাম

-আরে ঠিক আছে ! কাঁদতে হবে না ! আমরা কথা বলে ঠিক করি !

সাইরা আবার বলল

-এই কয়দিন আমি তোমাকে কি পরিমান মিস করেছি ! আমি কোনদিন কোন ছেলের সাথে রিলেশন করি নি ! আমার ইচ্ছায় বাবা তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেছে !

আমি সত্যি এবার খুব অবাক হলাম ! এটা কি সত্যি ?

-আর এটা খুব বেশি দোষের ? যদি তার পছন্দের মানুষ অন্য মেয়ের দিকে তাকায় যে কোন মেয়েই রেগে যেতে পারে !

-আচ্ছা ! আচ্ছা বাবা ! আমার ভুল হয়েছে ! ঠিক আছে ! চল এখান থেকে !

সাইরা ফুচকার প্লেট টা একপাশে সরিয়ে রাখল ! একটা ফুচকাও ও মুখে নেয় নি । বলল

-চলল ! এখন তুমি আমার সাথে কাজী অফিসে যাবে !

-এখন ?

-হ্যা ! এখন । আমি আর কোন রিস্ক নিতে চাই না । আমি রাগ করবো আর তুমি আমার রাগ ভাঙ্গানোর বদলে বিয়ে ভেঙ্গে দেবে ! তা হবে না ! চল এখনই চল! এখনই যেতে হবে !

-কিন্তু এখন ? এখন বিয়ে হবে কিভাবে ? বিয়ে করতে তো একটু প্রস্তুতি লাগে ? তার উপর সাক্ষী লাগবে না ? বিয়ের সা্ক্ষী পাবো কোথায় !

-ওটা নিয়ে তুমি চেনশন কর না ! মগবাজার কাজী অফিসে পাশে বিয়ের সাক্ষী সাপ্লাই কোম্পানী ! আছে ! ওখানে থেকে সব মেনেজ করা যাবে !

-কি কোম্পনী ? এরকম কোন কোম্পানী আছে নাকি ? গেলেই দেখবা ! চল এখন !

আমি আর কিছু বলতে পারলাম না ! সাইরা আমাকে প্রায় জোর করে টানতে টানতে নিয়ে গেল !

আমি স্বাধীন ভাবে বাঁচার দিন মনে হয় শেষ হয়ে এল !!





(একটি নাটকের থেকে খানিকটা অনুপ্রানিত । খানিকটা ! যতসামান্য )

মন্তব্য ৫২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:২১

মেহেদী হাসান মানিক বলেছেন: পড়ে পরুম।

২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:২২

অপু তানভীর বলেছেন: পড়েই পড়েন !!!

২| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: =p~ =p~
প্রথম দিকের কাহিনী "মন ফরিংয়ের গল্প" টেলিফিল্মের মতো মনে হয়েছে!

তবে ভালো হয়েছে :)
+++++

২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৩

অপু তানভীর বলেছেন: ঠিক মন ফরিং ইয়ের গল্প না আমি এক টা নাটক দেখেছিলাম এমন !! সেখান থেকে খানিক টা অনুপ্রানিত !!

৩| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫২

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

ভাল হয়েছে বেশ

++++

২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!!

৪| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫২

বুইড়া বলেছেন: "তোমার থেকে আরো হাজার গুন ভাল ছেলের সাথে আমি এঙ্গেইজমেন্ট করতাম " কয় কি?

২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৭

অপু তানভীর বলেছেন: কেন ভাই ?? কই পারে না?
তবে এঙ্গেইজমেন্ট বানান টা কি ভুল হইলো ?? খানিকটা কনফিউজড !!

৫| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

এলোমেলো অমিত বলেছেন: এক খানা i পিলাস মারিয়া গেলাম হেহেহে

২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৬

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ জানিয়ে গেলাম :):)

৬| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: অসাধারন লাগল । অনেক ভাল লাগছে ।

অঃটঃ নিচের ইমোটা মোবাইল থেকে প্রায় অনুমান করে দিয়েছি । এগেনেস্ট এ গেলে খমা করবেন ।

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭

অপু তানভীর বলেছেন: না না কোন সমস্যা নাই ! ইমো খুব ভাল হয়েছে !!

৭| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১০

আমিতপু বলেছেন: অপু তানভীর ব্লগ!!!



অল টাইম দুর্দান্ত!!!!

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৮| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১১

গেমার বয় বলেছেন: আমিও খুব রাগী, কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারি খুব ভাল। :) :) :)

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: খুব ভাল খুব ভাল !!

৯| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১৫

প্রশাসন বলেছেন: এক্কেবারে পাক্কা পাক্কি ধরা খাইছেন।

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !! সুখের ধরা !!

১০| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: মেয়েটা ভালোবাসতো বুঝলাম। কিন্তু ছেলেটা ভালোবাসতো না, কষ্ট পেলাম :( :(

গল্প ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: কষ্ট পাইয়েন না !! কেবল গল্প !!

১১| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২২

আমার প্রতিকৃতি বলেছেন: ভাল লাগলো। তবে ছেলের কপালে সত্যি শনি আছে... ;) :D স্বাধীন ভাবে বাঁচার দিন মনে হয় শেষ হয়ে এল !!

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~=p~

১২| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪১

দানবিক রাক্ষস বলেছেন: জোর কা ঝটকা হায় জোরসে লাগা............. =p~ =p~ =p~

ভালো, বেশ ভালো।

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~=p~

১৩| ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

বর্ণালী পাল বলেছেন: ভালো হয়েছে :)
+++++

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!:):)

১৪| ২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

জামান৯৩২২ বলেছেন: ++++++++++++++++++++++++্

২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: :):):):):):)

১৫| ২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৮

মাক্স বলেছেন: ++++++++++++++++

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: :):):)

১৬| ২৫ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫০

অহন_৮০ বলেছেন: valoi hoise

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৮

অপু তানভীর বলেছেন: :):):):)

১৭| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর গল্প পড়ে ভালো লাগলো ।

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! অনেক বেশি !!

১৮| ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৪

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: kichuta Monsuba Junction er flavor chilo

২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: আমিতো লিখেই দিয়েছি যত সামান্য এক টা নাটকের ছায়া আছে !!

১৯| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৫

নীলকণ্ঠী বলেছেন: বিয়ার আমি খ্যাতা পুরি !!! B-) B-) B-)

২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৭

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~=p~

২০| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১১:০০

s r jony বলেছেন: একটা সত্যি কথা আপনাকে বলতে চাই (লিখতে চাই না)
যদি কখনো দেখা হয় তাহলে বলব।






+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭

অপু তানভীর বলেছেন: আমিও শোনার অপেক্ষায় থাকলাম !!!!

২১| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪২

যীশূ বলেছেন: অবাস্তব....

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫০

অপু তানভীর বলেছেন: অবশ্যই অবাস্তব !!
আমার সব লেখাই অবাস্তব !!

২২| ৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:০১

একজন আরমান বলেছেন:
আসলে মেয়েদের এই ডমিনেটিং জিনিস টাই খুব বাজে একটা স্বভাব। আর ভালোবাসায় ট্রাষ্ট অবশ্যই থাকতে হয়।

ও নায়িকার জন্য ভালো কোন নাম পাওয়া গেলো না?

সাইরা
হুররর... /:) /:) /:)

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: কেন নামটা কি খারাপ নাকি ??
আচ্ছা একটা কাজ কর কিছু নামের লিষ্ট দেও ! সামনে ওই গুলা লিখবো !

২৩| ৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:৪২

সাক্ষিগোপাল বলেছেন: ভাল লাগল

৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: :):):):)

২৪| ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:০১

একজন আরমান বলেছেন:
ওরে আল্লাহ্‌ !

আমি দিবো মাইয়াগো নামের লিস্ট !
থাক ভাই যা দিতেছো তাই দাও।
তবে এই নামটা কেমন যেন লাগলো।
নিশি, দিবা এই টাইপ এর নামগুলিতে একটা বাঙালি ভাব থাকে।

৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৪

অপু তানভীর বলেছেন: আরে বুঝ না !
মাইয়া তো হাইফাই !
তাই জন্য তো নামটা এমন দিলাম !!
দিবা নিয়ে এখন ও গল্প লিখলাম না ! লিখবো ! খুব তাড়াতাড়িই লিখবো !!

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৬

খায়ালামু বলেছেন: বিয়ার লুঙ্গি পুরি
পিলাচ লন ;)

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: লইলাম !;);)

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

ইসিয়াক বলেছেন: আরে! বিয়ের খরচ তো বেঁচে গেল।যাক ভালোই হলো।
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
তবে মাঝেমাঝে খটাখটি না বাঁধলে প্রেম জমে না। সুন্দর গল্প।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

অপু তানভীর বলেছেন: হে হে সত্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.