-যাও ! গিয়ে কথা বল !
আমি বললাম
-হ্যা ! বলবো ! ভাল হল না ? আমাদের একটা সমস্যার সমাধান হয়ে গেল ।
নিশি মিষ্টি করে হাসলো !
-বুঝলাম ! যাও !
-আরে বাবা যা্ছি ! বিয়ে করার জন্য এতো উতলা হয়েছ কেন ?
নিশি একটু লজ্জা পেল যেন !
অনেক দিন ধরে আমি নিশি বিয়ে করার চিন্তা করছিলাম ! আসলে নিশি নিজে খুব উতলা হয়েছিল ! কিন্তু আমি চাচ্ছিলাম ব্যাপার টা যেন কেউ না জানে ! গোপন রাখতে চাচ্ছিলাম ! একটু কারন অবশ্য ছিল !
যাক সে কথা !
সকালের দিকে নিশি আমার বাসার সামনে এসে হাজির । বলল
-আজ আমাকে তোমার বিয়ে করতেই হবে !
-আরে বাবা ! ফট করে বললেই হল ! একটা প্রস্তুতির ব্যাপার আছে না ।
-কোন প্রস্তুতির দরকার নাই ! তুমি কেবল চলে ! আমি আজই তোমাকে বিয়ে করতে চাই ! আজকেই এবং আজকেই !
নিশি যতই ছেলেমানুষী করুক, ওকে অনেক ভালবাসি তো তাই রাজি হয়ে গেলাম । আর বিয়ে তো একদিন করতেই হবে সুতরাং আজই নয় কেন !!
মগবাজার কাজী অফিসের সামনে যখন নামলাম তখন মনে হল যে বিয়ে করতে তো সাক্ষী লাগে ! এখন সাক্ষী পাই কই ?
আমি নিশিকে বললাম
-বিয়ে যে করবো তা সাক্ষী পাবো কোথায় ?
-আমি কি জানি ! তুমি বিয়ে করবা তুমি জানো !!
-মানে কি ?
-মানে জানো না ! বিয়ে করতে যাচ্ছ এটা আগেই ভাবা উচিৎ ছিল !
এই ফাজিল মেয়েকে আমি কি বলবো ?
এখন যেন আমার সব ঠ্যাকা !
এই জন্য মেয়েদের উপর মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায় ! কোন কিছু না ভেবেই একটা কাজে লাফিয়ে পড়ে ! আর যখন কোন ঝামেলা হয় তখন এমন একটা ভাব যেন কিছুই জানে না । এই কাজ তারা করতেই পারে না !
আমি নিশিকে আরো কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই আমার চোখ গেল সাইনবোর্ডটার উপর ! আমি সত্যিই ভাবতেই পারি নি এমন কিছু হতে পারে !
এমন কিছু হতে পারে !
আমি নিশি কে দেখালাম সাইনবোর্ডটা !
আমার মত নিশিও অবাক হল মনে হল ! তারপর মুচকি হেসে বলল
-সমস্যা সমাধান হয়ে গেছে ! যাও । গিয়ে কথা বলে দেখ !
আমি সাইনবোর্ডটার দিকে এগিয়ে গেলাম । সাইনবোর্ডটাতে গোটা গোটা গোটা করে লেখা
বিয়ের সাক্ষী সাপ্লাই কোম্পানী !
মগবাজার, ঢাকা
সারা জীবনে কত সাপ্লাই কোম্পানী শুনেছি আহ এই প্রথম সাক্ষী সাপ্লাই কোম্পানীর নাম শুনলাম ! তাও আবার বিয়ের সাক্ষী !!
আমি কোম্পানীর ভিতরে ঢুকলাম ! বেশ কিছু চেয়ার সাজানো রয়েছে ! একটা বড় সেক্রেটারী টেবিল তার ওপাশে একজন সু্ন্দরী মেয়ে বসে কি যেন পড়ছে । আমাকে দেখে মিষ্টি করে হাসলো ! বলল
-কি সাহায্য করতে পারি ?
-আমি আসলে উপরের সাইনবোর্ডটা দেখে এসেছি !
-ও !
মেয়েটা আবার একটু হাসলো ! বলল
-আপনি কি কেবল কৌতূহল থেকেই এসেছেন নাকি আপনার সাক্ষীও লাগবে ?
আমি একটু হেসে বললাম
-আসলে দুটোই !
মেয়েটি বলল
-এরকম কোম্পানী এদেশে নতুন তো তাই অনেকেই আসে কৌতুহল থেকে ! তবে দিন দিন আমাদের চাহিদা বাড়ছে !
-কি রকম ? একটু খুলে বলবেন প্লিজ ! আসলে আমার খুব কৌতুহল হচ্ছে ! এরকম কোম্পানী আসলেই নতুন !
-আচ্ছা আমি বলছি !
-হ্যা ! বলুন প্লিজ !
-আসলে আমাদের কোম্পানীর যে মালিক তিনি যখন তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করার জন্য কাজী অফিসে যায় এবং দেখে যে বিয়ে করারা জন্য তাদের পাশে কেউ নেই । মানে বিয়ে করার জন্য যে সাক্ষী লাগে তেমন কোন সাক্ষী নেই ! কেবল একটা সাক্ষীর অভাবে সে দিন সে বিয়ে করতে পারে নি ! তখনই তার মাথায় এই বুদ্ধি আসে ! কাজী অফিসের সামনে এমন একটা অফিস থাকবে যেখানে বিয়ের জন্য রেডিমেড সাক্ষী পাওয়া যাবে !
আমি মাথা নাড়লাম ! ভাল একটা বুদ্ধি বের করেছে ভদ্রলোক !
আমি বললাম
-তা আপনাদের ব্যবসা কেমন চলছে !
-খুবই ভাল !
-খুবউ ভাল ? লোকজন আসে ?
-আপনি এসেছেন না ?
আমি হাসলাম !! বললাম
-তা আপনাদের সাক্ষী কি হিসাবে সাপ্লাই দেন !
মেয়েটি আমাকে একটা কাগজ ধরিয়ে দিল !
এখানে বিভিন্ন রেট লেখা আছে !
যেমন
প্রথম শ্রেণী সাক্ষী ৫০০ টাকা !
২র শ্রেণী সাক্ষী ৩০০ টাকা !
সাধারন সাক্ষী ২০০ টাকা !
আমি মেয়েটিকে বললাম
-প্রথম শ্রেণী সাক্ষী মানে টা কি ? আর সাধারন সাক্ষী মানে কি ?
মেয়েটি আবার হাসলো ! বলল
-প্রথম শ্রেণী সাক্ষী হল তাদের জন্য যারা পালিয়ে এসেছে কিন্তু চাকরী করে ! পয়সায়ালা ! কিংবা বড় লোক বাপের সন্তান !
আমি বললমা
-তাহলে কি সাধারন সাক্ষী বেকার দের জন্য ?
মেয়েটি হেসে বলল
-এই তো আপনি বুঝতে পেরেছেন ! তা আপনাকে কোন শ্রেণীর সাক্ষী দিবো !
আমি বললাম
-আমি এখনও পড়ালেখাই করি ! আমাকে সাধারন সাক্ষী দেন !
-আচ্ছা !
আমি বললাম
-আমি তো ছাত্র আমার জন্য হাফ রাখা যায় !
মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল
-আপনি কি বাস ভাড়া দিচ্ছে যে হাফ দিবেন ? তবে ছাত্র দের জন্য আমাদের স্পেশাল অফার আছে ! আপনি যদি দুজন সাক্ষী নেন তাহলে ৩০০ টাকায় হয়ে যাবে ! দিবো ?
-ধন্যবাদ ! দিন !
আমি সাক্ষী নিয়ে বের হয়ে এলাম । আমার পিছনে লোকজন দেখে নিশি মিষ্টি করে হেসে উঠল !!
আমি ধন্যবাদ দিলাম ঐ ভদ্রলোক কে !!
যাক আমার বিয়েটা তো হয়ে যাবে !!
ভাবছি এমন একটা কোম্পানী খুলেই ফেলবো নাকি !!
যারা এই গল্পটি পড়েছেন দয়া করে এই গল্পটিও পড়ুন । অনুরোধ রইলো !
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১১:০৫